নয়াদিল্লি, ৬ নভেম্বর : আমরা ঠিক করেছিলাম ট্রফি দেশের বাইরে যেতে দেব না। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে বললেন হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। দেশের মাঠে বিশ্বকাপ জিততে তাঁর দল যে দৃঢপ্রতিজ্ঞ ছিল সেটাও বলেছেন মহিলা ক্রিকেট দলের অধিনায়ক।
২০০৫ ও ২০১৭-তে ফাইনালে উঠে হেরে গিয়েছিলেন ভারতের মেয়েরা। কিন্তু এবার দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে এতদিনের অপেক্ষার সমাপ্তি ঘটিয়েছেন। রাষ্ট্রপতির সঙ্গে কথা বলার সময় হরমনপ্রীত আরও জানান, এই বিশ্বকাপ আমাদের জন্য খুব স্পেশাল। যখন দেখলাম টুর্নামেন্ট ভারতে হচ্ছে তখনই ঠিক করে নিই যে ট্রফি দেশের বাইরে যেতে দেব না। আমরা নিজেদের উপর বিশ্বাস রেখেছিলাম। আমরা আপনার সঙ্গে সময় কাটাতে পেরে খুব খুশি হয়েছি। রাষ্ট্রপতি হরমনপ্রীতের (Harmanpreet Kaur) দলকে অভিনন্দন জানিয়ে বলেছেন, তাঁরা বিশ্বকাপ জিতে ইতিহাস তৈরি করেছেন। ভারতীয় কোচ অমল মুজুমদার বলেন এই জয় শুধু ভারতীয় দলের জয় নয়, প্রতিটি ভারতীয়ের জয়। জেমাইমা রডরিগেজ পুরুষ দলের সঙ্গে আর্থিক দিক থেকে সমতা ফোরানোর জন্য ও মেয়েদের প্রিমিয়ার লিগ করার জন্য বোর্ডের প্রশংসা করেছেন। তিনি জানান, তাঁরা যখন ভারতীয় ক্রিকেটকে পরবর্তী প্রজন্মের হাতে তুলে দেবেন তখন এই ঐতিহ্য বজায় থাকবে।
আরও পড়ুন-বোলাররাই এগিয়ে দিলেন ভারতকে

