প্রতিবেদন : শনিবার বিজেপির কর্মসূচিতে আহত হয়েছিলেন আরজি করের মৃত পডুয়ার মা। কিন্তু কীসে তিনি আঘাত পেয়েছিলেন তার কোনও প্রামাণ্য তথ্য পাওয়া যায়নি। কর্মসূচির দিন বিভিন্ন সংবাদমাধ্যমের ক্যামেরার ফ্ল্যাশ তাঁদের উপর থাকলেও ঘটনার ছবি বা ভিডিও ফুটেজ পাওয়া যায়নি। এ নিয়ে চাপান-উতোরের মাঝে মঙ্গলবার বিকেলে লালবাজার থেকে পুলিশকর্তারা সাংবাদিকদের ডেকে বললেন, ওই ঘটনার ছবি বা ফুটেজ তাঁদের কাছে নেই। সাংবাদিক-সহ সকলের কাছে তাঁদের আবেদন, থাকলে দিন। সাংবাদিকদের মুখোমুখি হন জয়েন্ট সিপি (সদর) মিরাজ খালিদ, গােয়েন্দাপ্রধান রূপেশ কুমার এবং ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায়। মিরাজ জানান, নবান্ন অভিযানের অনুমতি নেওয়া হয়নি। সমাজমাধ্যম থেকে পুলিশ জানতে পারে। হাইকোর্টের নির্দেশে সভা করার বিকল্প জায়গা নির্দিষ্ট করেছিল পুলিশ (police)। আচমকা রুট বদল করা হয়। রানি রাসমণি ছেড়ে চলে যায় অন্যদিকে। মৃত পড়ুয়ার মা আহত হওয়ার ঘটনা দুঃখজনক। বাবার অভিযোগ নিউ মার্কেট থানা নিয়েছে। তবে ট্রাফিক পুলিশের ক্যামেরা দিয়েও দেখা যায়নি মাকে মারা হচ্ছে। তবুও পুলিশ (police) খতিয়ে দেখছে। মিছিলে দেখা গিয়েছে ডিসি এসএসডির গার্ডকে রাস্তায় ফেলে মারা হচ্ছে। ৫ জন পুলিশকর্মী আহত হন। ছ’জনকে তলব করা হয়েছে।
আরও পড়ুন-সাহস থাকলে লোকসভা ভেঙে এসআইআর করুক