”অনেকদিন ধরে ইন্দো-ভুটান রিভার কমিশন তৈরির কথা বলে আসছি” তোপ মুখ্যমন্ত্রীর

সোমবার নাগরাকাটা থেকে দুর্যোগে মৃতদের পরিবারের একজন করে সদস্যের হাতে হোমগার্ড পদে চাকরির নিয়োগপত্র তুলে দেন তিনি।

Must read

ভুটানের (Bhutan) জলে এত বড় ক্ষতি হয়েছে, ওদের ক্ষতিপূরণ দিতে হবে। ফের একবার রিভার কমিশনের প্রসঙ্গ তুলে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন তিনি বলেন, ”১৬ অক্টোবর নয়াদিল্লিতে বৈঠক আছে। আমি আমাদের প্রতিনিধি পাঠাব। সেখানে আবারও ইন্দো-ভুটান রিভার কমিশনের দাবি তোলা হবে ।” তিনি মনে করছেন উত্তরবঙ্গে এই পরিমান ক্ষয়ক্ষতি ঠেকানো যেত, শুধুমাত্র কেন্দ্রের উদাসনীতায় এত বড় বিপর্যয়ের মুখে আজ বাংলা। রাজ্য সরকারের তরফে বলা সত্ত্বেও ইন্দো-ভুটান রিভার কমিশন তৈরি হয়নি বলেও তিনি এদিন অভিযোগ করেন। তিনি বলেন, ”ভুটানের জলে এত বড় দুর্ঘটনা ঘটেছে। অনেকদিন ধরে ইন্দো-ভুটান রিভার কমিশন তৈরির কথা বলে আসছি। তাতে বাংলাকেও রাখা হোক। আমাদের চাপে ১৬ তারিখ একটা মিটিং হচ্ছে জানতে পেরেছি। আমরা একজন প্রতিনিধি পাঠাব। কিন্তু, ভুটানের কারণেই যখন এত বড় ঘটনা ঘটেছে, তখন ওরাই ক্ষতিপূরণ দিক। দিল্লি তো কিছু করে না। সবটাই আমাদের করতে হয়।’’

আরও পড়ুন- নাগরাকাটায় হেঁটে ক্ষতিগ্রস্ত গ্রাম পরিদর্শনে মমতা বন্দ্যোপাধ্যায়, চাকরির নিয়োগপত্র-ত্রাণ বিলি

এরপরেই মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়ে জানান, ‘’কোনও চিন্তা নেই। যাঁদের বাড়িঘর ভেঙে গিয়েছে। তাঁদের বাড়ি তৈরি করে দেওয়া হবে। শিবির তৈরি করা হয়েছে সেখানে গিয়ে নাম লেখান। গোরু-ছাগল হারালেও নাম লেখান। প্রশাসন সাহায্যের জন্য রয়েছে। আপাতত নদীর উপর অস্থায়ী সেতু গড়ে দেওয়া হয়েছে। দ্রুত সব ঠিক করে দেওয়া হবে।’’ উল্লেখ্য, বামনডাঙায় ইতিমধ্যেই দুর্গতদের ক্ষয়ক্ষতির হিসেবে নিতে শিবির খোলা হয়েছে। আজ সোমবার নাগরাকাটা থেকে দুর্যোগে মৃতদের পরিবারের একজন করে সদস্যের হাতে হোমগার্ড পদে চাকরির নিয়োগপত্র তুলে দেন তিনি। মৃতদের পরিবার পিছু দেওয়া হয়েছে ৫ লক্ষ টাকা।

Latest article