২৪-এর লোকসভা নির্বাচনকে নজরে রেখে এখন থেকে কোমর বাধতে শুরু করেছে ভঙ্গুর কংগ্রেস(Congress)। আর সেই লক্ষ্যে ভোট কুশলী প্রশান্ত কিশোরের পরামর্শ নিচ্ছে তারা। দফায় দফায় পিকে বৈঠক সেরেছেন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) ও অন্যান্য শীর্ষ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে। জল্পনা শুরু হয়েছে তার কংগ্রেস যোগের সম্ভাবনা নিয়েও। এদিকে তৃণমূলের পরামর্শদাতা হিসেবেও কাজ করছেন প্রশান্ত কিশোর (Prashant Kishor)। এই পরিস্থিতিতেই সাংবাদিক বৈঠক থেকে কুণাল ঘোষ (Kunal Ghosh) জানিয়ে দিলেন, “এটা কংগ্রেস ও পিকের বিষয় এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই।” পাশাপাশি তিনি আরও জানান, তৃণমূল চায় কংগ্রেস তাঁদের শীতঘুম ভেঙে উঠুক।
শুক্রবার সাংবাদিক বৈঠকে পিকের প্রসঙ্গ উঠতেই কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, “এটা কংগ্রেস ও পিকের বিষয়। এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। পিকে স্বনামধন্য সুপরিচিত ভোট কুশলী। তিনি কোথায় যোগ দেবেন বা দেবেন না তা নিয়ে আমাদের কিছু বলার নেই।” পাশাপাশি কংগ্রেস প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, “আমরা বার বার বলেছি কংগ্রেস ফেল করছে। কোথাও তাদের বাদ দিয়ে জোটের কথা বলিনি। বিজেপিকে সরাতে হবে এটাই আমাদের লক্ষ্য। কোনও কোনও রাজ্য আছে যেখানে কংগ্রেসকেই লড়তে হবে। কিন্তু সেটা তারা করছে না। প্রকারন্তরে নিজে হেরে বিজেপির সুবিধা করে দিচ্ছে। লড়তে গেলে সবার আগে শীতঘুম ভেঙে উঠতে হবে। বিজেপির মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে ঐ রাজ্যগুলিকে কংগ্রেসকে তাদের দায়িত্ব পালন করতে হবে। বিজেপি বিরোধী দল হিসেবে তৃণমূল তার দায়িত্ব পালন করছে। বাংলায় বলে বলে বিজেপিকে আমরা হারাচ্ছি। কংগ্রেস ফেল করছে বলে বিজেপি জিতছে। সেখানে তারা লড়াই দিতে পারছে না। এটা তারা কিভাবে করবে তাদের ব্যাপার।”
আরও পড়ুন – মোদিকে শুভেন্দুর নালিশ প্রসঙ্গে তোপ কুণালের
প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে লাগাতার শক্তি হারিয়ে কংগ্রেসের অত্যন্ত রুগ্ন অবস্থা। রাজ্যে রাজ্যে শীর্ষ নেতৃত্বরা দল ছেড়ে অন্য দলে যাচ্ছেন। ত্রিপুরা, মনিপুর, গোয়া সহ একাধিক রাজ্যে বহু কংগ্রেস নেতা যোগ দিয়েছেন তৃণমূলে। এই পরিস্থিতিতে ভোট কুশলী পিকের স্মরণাপন্ন হয়েছে কংগ্রেস। যিনি একুশের বঙ্গ নির্বাচনে তৃণমূলের জয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছিলেন। কংগ্রেসের সঙ্গে তার একের পর এক বৈঠক জল্পনা বাড়িয়েছে পিকের কংগ্রেস যোগ নিয়ে। যদিও এই হাওয়ায় ভাষা জল্পনা নিয়ে তৃণমূল যে মোটেই ভাবিত নয় শুক্রবার তা স্পষ্ট করে দিলেন কুণাল ঘোষ।