সংবাদদাতা, রামপুরহাট : রামপুরহাটে গত লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে বুথভিত্তিক সাংগঠনিক আলোচনাসভা হল রবিবার। বৈঠকে সাংসদ শতাব্দী রায় রামপুরহাট শহর তৃণমূল ওয়ার্ড কমিটির সকল সভাপতি ও রামপুরহাট ১ নং ব্লকের ২৭২ জন বুথ সভাপতির উদ্দেশে বলেন, গত লোকসভা নির্বাচনে যে ফলাফল হয়েছে তা আশানুরূপ হয়নি, কোথায় গলদ ছিল তা খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য এত কাজ করার পরেও সাউরা অঞ্চলে বেশ কিছু জায়গায় ফলাফল খারাপ হওয়ার কারণ খুঁজে বার করতে হবে। কর্মীদের আরও বেশি বেশি মানুষের কাছে পৌঁছতে হবে রাজ্য সরকারের সাফল্যের খতিয়ান নিয়ে। সংগঠনে কোথাও ঢিলেঢালা মনোভাব বরদাস্ত করা যাবে না। মুখ্যমন্ত্রী সারা রাজ্যে দৌড়ে বেড়াচ্ছেন শুধুমাত্র মানুষকে সুষ্ঠু পরিষেবা দেওয়ার তাগিদে। আমাদেরও মানুষের কাজ করার জন্য দৌড়তে হবে।
আরও পড়ুন-জাতীয় তিরন্দাজিতে বাংলার অনিমেষের সোনা জয়, অভিনন্দন মুখ্যমন্ত্রীর
বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা মানুষকে সম্মান দেব। মানুষের বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দেব। নিজেদের ভুলের আত্মসমালোচনা করব। মানুষের জন্য কাজ করতে গিয়ে কোথাও ভুল হলে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাব। আগামী বিধানসভা নির্বাচনের আগে এ ধরনের বুথ সম্মেলন আরও সংগঠিত হবে বলে জানা গিয়েছে তৃণমূল সূত্রে। অনুষ্ঠানে শতাব্দী ও আশিস ছাড়াও ছিলেন রামপুরহাট ১ নং ব্লকের সভাপতি নীহার মুখোপাধ্যায়, যুব সভাপতি পান্থ দাস প্রমুখ।