আমরা যেটা বলি-সেটাই করি : মমতা বন্দ্যোপাধ্যায়

Must read

তৃতীয় তৃণমূল সরকারের প্রথম বর্ষপূর্তিতে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের চেক প্রদান অনুষ্ঠানে যা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)-

• আজ তৃতীয় তৃণমূল সরকারের প্রথম বর্ষপূর্তি।
• আজকের দিনটি মা-মাটি-মানুষের জন্য উৎসর্গ করলাম।
• আজ ২০লক্ষ মা-বোনেরা একসঙ্গে লক্ষ্মী ভাণ্ডারের টাকা পেয়েছেন।
• লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের অধিকার।
• নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি পালন করেছি, কাজগুলি করতে পেরে আমি গর্বিত।
• ৩৪ বছর নরকঙ্কালের মালা পরিয়েছো।
• ভুয়ো খবর দিলেও শাস্তি হতে পারে, আইনে সেটা বলা আছে।
• বাংলা অন্য রাজ্যের থেকে অনেক ভালো।
• আমরা করেছি লক্ষ্মীর ভাণ্ডার, ওরা করে কুৎসার ভাণ্ডার।
• ভেজাল খবর দেখবেন না।
• এটা বাংলা, উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ নয়।
• কেউ দোষ করলে আমরা রাজনৈতিক রং দেখি না।
• উত্তরপ্রদেশে ধর্ষণের অভিযোগ জানাতে গেলে ধর্ষিতা হতে হয়।
• কন্যাশ্রীরা টাকা পায়, কৃষকরা টাকা পায়।
• কেন্দ্রীয় সরকার ৮০০ ওষুধের দাম বাড়িয়েছে।
• আড়াই কোটি লোক স্বাস্থ্যসাথী পায়।
• কয়েক হাজার শিশুর বিনামূল্যে হার্ট অপরেশন হয়েছে।
• কেউ মারা গেল সৎকারের জন্য সরকার থেকে টাকা দেওয়া হয়।
• আজ বাইরে থেকে লোক এসে বলে কী ছিল, আর কী হয়েছে।
• কয়লা না পেয়ে অনেক ট্রেন বাতিল করেছে কেন্দ্র।
• ১০ বছর ধরে আমরা দুর্গাপুজোকে পৃষ্ঠপোষকতা করায় আজ ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে।
• ১১বছরে যা করেছি আমি চ্যালেঞ্জ করছি কেউ করে দেখাক।
• সারা দেশটাকেই বিক্রি করে দিয়েছে।
• আমরা মেলাই আর তোমরা বিভেদ করো।
• ব্যক্তি স্বার্থ বড়ো না, সবার স্বার্থই বড়।

আরও পড়ুন: দেশের বিষাক্ত দল বিজেপি: কুকথার জন্য শাহকে ধুয়ে দিলেন কুণাল

Latest article