মুম্বই, ৩১ মার্চ : তাঁর মনে হয়েছে এটা বেশ ভাল উইকেট। তিনি জানতেন বল শুরুতে মুভ করবে। এও জানতেন লালমাটির এই উইকেটে বাউন্স থাকবে। কিন্তু এত কিছু জানার পরেও সোমবার মুম্বই ইন্ডিয়ান্সের কাছে পর্যদুস্ত হল অজিঙ্ক রাহানের কলকাতা নাইট রাইডার্স।
কোথায় আটকে গেলেন আপনারা? হারের পর রাহানে সবার আগে আঙুল তুললেন ব্যাটিংয়ের দিকে। এমন নয় যে তিনি বেছে বেছে কয়েকজনের দিকে ইঙ্গিত করেছেন। বরং রাহানে বলেন, এটা সামগ্রিক ব্যাটিং ব্যর্থতা। আসলে আমাদের দিনটা একদম ভাল যায়নি।
আরও পড়ুন-দিনের কবিতা
৪১ বল বাকি রেখে কেকেআর হারল ৮ উইকেটে। এবারের আইপিএলে এটাই সবথেকে বড় ব্যবধানে হার কোনও দলের। নাইট অধিনায়ক খেলার পর বলছিলেন, দেখুন, এটা বেশ ভাল উইকেট। এখানে ১৮০-১৯০ রান হলে ঠিক হত। আমরা সেটা করতে পারিনি। এমনকি এই পরিবেশকে কাজেও লাগাতে পারিনি। আমাদের একটাও ভাল পার্টনারশিপ হয়নি। সেটা না হলে চলবে কী করে!
পাওয়ার প্লে-তে তাঁরা যে অনেক উইকেট হারিয়েছেন, সেটাও জানালেন রাহানে। তাঁর কথায়, এতগুলো উইকেট চলে গেলে রান হবে কি করে। তিনি হারের পর বোলারদের আড়াল করেন। রাহানের বক্তব্য, আমরা বোলারদের হাতে রান তুলে দিতে পারিনি। এদিকে, বরুণ এদিন রান কম দিলেও নারিন ৩ ওভারে ৩২ রান দিয়েছেন। রাসেল দুটি উইকেট নিতে দেন ৩৫ রান। রাহানে কিন্তু দাবি করে গেলেন, এটা লম্বা টুর্নামেন্ট। অনেক খেলা বাকি। আমরা ঠিক ঘুরে দাঁড়াব। প্রসঙ্গত, নাইটদের পরের ম্যাচ ইডেনে বৃহস্পতিবার।