সংবাদদাতা, হুগলি: ২০২৬ কেন, ২০৩১ পর্যন্ত তৃণমূল কংগ্রেসই থাকবে ক্ষমতায়। সাফ জানিয়ে দিলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)।
আরও পড়ুন-ধরনায়-বিক্ষোভে উত্তাল ধর্মতলা চত্বর
সব সময়ই মানুষের পাশে থেকে কাজ করার কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি রাজনীতির লোক নই। তবে এই ক’দিনে যেটা বুঝেছি মানুষের জন্য কাজ করতে হবে মানুষের পাশে থাকতে হবে। তাই আমি সাংসদ হিসেবে আপনাদের পাশে সব সময় আছি। যে কোনও প্রয়োজনে আমার সঙ্গে কথা বলতে পারেন। আমার অফিসে গিয়ে দেখা করতে পারেন। হুগলি চুঁচুড়া পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডে রক্তদান শিবির ও মাধ্যমিক উচ্চমাধ্যমিক কৃতীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। ছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত।