হিংসা নয় শান্তি চাই

Must read

প্রতিবেদন : দেশের এই অশান্ত পরিস্থিতিতে বারবার শান্তির বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার উত্তরবঙ্গের ডাবগ্রামের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকেও সেই বার্তা রাজ্যের প্রশাসনিক প্রধানের গলায়। ‘হিংসা নয়, শান্তি চাই। মৃত্যু নয় জীবন চাই’ বলেই জানালেন তিনি। মুখ্যমন্ত্রী এদিন বলেন, আমি দাঙ্গা চাই না, শান্তি চাই।
দাঙ্গা হলে রাজনীতির লোকেরা রাজনীতি করার সুযোগ পাবে। আমি দাঙ্গা চাই না। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, যারা অশান্তি করে, তারা অশান্তি নিয়ে জন্মায়। তারা মানুষের ভাল চায় না। অশান্তি হলে ঘর জ্বলবে, মানুষ মরবে। রাজনীতির লোকেরা রাজনীতি করার সুযোগ পাবে। আমি দাঙ্গা চাই না, শান্তি চাই।
মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) স্পষ্টই জানান, যারা ভাল কাজ করে তাদের প্রতি আমার সমর্থন থাকবে। যারা কুৎসা করে, ইচ্ছা করে আগুন লাগানোর চেষ্টা করে, মানুষের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা করে আমি তাদের সমর্থন করি না। আমি বিভেদ নয়, ঐক্য চাই। মৃত্যু নয়, জীবন চাই। ধ্বংস নয়, সৃষ্টি চাই। নিজের শরীর সব থেকে বড় সম্পদ। নিজের শরীরের খেয়াল রাখুন। জীবনে লোভ করতে নেই। রাস্তায় চলতে গেলে গর্ত আসবে, এগিয়ে চলুন পেছনে দেখাবার সময় নেই। দুঃখকে জয় করুন।

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই কলকাতার বিভিন্ন বাজারে লাগাতার পরিদর্শন টাস্কফোর্সের

Latest article