বঙ্গ

উন্নয়নের ছাপ চাই ভোটবাক্সে

প্রতিবেদন : সোমবার ফের জোড়া বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন প্রথমে পুরুলিয়া ও দ্বিতীয় দফায় বীরভূমের কোর কমিটির সঙ্গে বৈঠক করেন তিনি। ছিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সিও। পুরুলিয়ায় দলের ফলাফল বিশ্লেষণ করে জেলা নেতৃত্বকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, অঙ্কের হিসাবে দল পিছিয়ে রয়েছে পুরুলিয়ায়। কিন্তু মানুষ পরিষ্কারভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষে। তবে ভোটের বাক্সে এর প্রতিফলন নেই কেন! মমতা বন্দ্যোপাধ্যায়-এর সরকার রাজ্যের সর্বত্র উন্নয়ন করেছে। যেখানে দল জেতেনি সেখানেও করেছে। তার পরেও ফলাফল এরকম কেন? জানতে চান অভিষেক।

আরও পড়ুন-নাটক করে প্রচারে আসার চেষ্টা সুকান্তর

জেলার শীর্ষ নেতাদের এর কারণ খুঁজে বার করে মানুষকে নিয়ে এগিয়ে চলার নির্দেশ দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত বেশ কয়েকটি নির্বাচনে পুরুলিয়ায় ভাল ফল হয়নি কারও দলের। যাদের ভাল ফল হয়েছে, সেই বিজেপির আবার আশি শতাংশ বুথে কর্মীই নেই! তাতে স্পষ্ট নিজেদের মধ্যে সঠিক সমন্বয়ের অভাব রয়েছে। গত বিধানসভা নির্বাচনে পুরুলিয়ার ৯টি আসনের মধ্যে মাত্র তিনটিতে জয় পেয়েছিল দল। লোকসভাতেও পরাজয় হয়েছে। পুরুলিয়া জেলা সভাপতি রাজীবলোচন সরেন বলেন, সাংগঠনিক দুর্বলতা হয়তো ছিল। অন্য সমস্যাগুলিও দেখছে দল। আমরা সকলেই তৃণমূল কর্মী। তাহলে এমন দুর্বলতা থাকতে পারে না। সংগঠনকে সক্রিয় করতে এবার আরও তৎপর হচ্ছেন শীর্ষ নেতৃত্ব। জানা গিয়েছে, এদিন বৈঠকে অভিষেক একদিকে যেমন পুরোনো কর্মীদের সক্রিয় করতে বলেন, অন্যদিকে তেমনই তরুণদের গুরুত্ব দিতে বলেন। সকলে তৃণমূল, সকলে কর্মী, কেউ নেতা নন, এই মন্ত্রে দলকে নতুন উদ্যম নিতে বলেন তিনি। একইসঙ্গে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’, রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রচারে জোর, বুথে বুথে মানুষের কাছে যাওয়া, নিবিড় জনসংযোগ-সহ একগুচ্ছ নির্দেশ দিয়েছেন। টাউন-ব্লক সভাপতি পরিবর্তন ও পরিমার্জনের ক্ষেত্রে দীর্ঘ আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দল। সভায় ছিলেন জেলা চেয়ারম্যান শান্তিরাম মাহাত, সভাপতি রাজীবলোচন সরেন, আইএনটিটিইউসি সভাপতি উজ্জ্বল কুমার, যুব সভাপতি গৌরব সিং, মহিলা সভানেত্রী মিনু বাউরি। আহ্বায়ক অনুব্রত মণ্ডল ও বীরভূমের কোর কমিটির সদস্যরা ছিলেন দ্বিতীয় দফার বৈঠকে।

Jago Bangla

Recent Posts

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

6 seconds ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

9 minutes ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

14 minutes ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

23 minutes ago

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

59 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

1 hour ago