পাকিস্তানকে গুঁড়িয়ে দেব, বার্তা বিএলএ-র

Must read

প্রতিবেদন: ভারতের কাছে নাস্তানাবুদ হওয়ার পর ঘরের মাটিতেও বিদ্রোহে জেরবার পাকিস্তান। ভারতে হামলা চালিয়ে সমুচিত প্রত্যাঘাত পেয়েছে পাকসেনা। আর ঘরের মাঠে বালুচিস্তান লিবারেশন আর্মির (BLA) দাপটে দিশাহারা সেনা ও প্রশাসন। ইতিমধ্যেই বিএলএ বালুচিস্তানকে স্বাধীন ঘোষণা করেছে। পাশাপাশি পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ে ভারতকে পাশে চেয়েছেন বালুচ বিদ্রোহীরা (BLA)। তাদের দাবি, অত্যাধুনিক মিসাইল বা পরমাণু অস্ত্র নয়, ১৯৭১ সালে বাংলাদেশ-পাকিস্তান যুদ্ধে পাকবাহিনীর থেকে যে ৯৩ হাজার বন্দুক বাজেয়াপ্ত করা হয়েছিল, তাই বালুচ লিবারেশন আর্মির হাতে তুলে দিক ভারত।
এর আগে গত শুক্রবার বালুচিস্তানে পাকিস্তানের পতাকা টেনে নামিয়ে ‘স্বাধীন’ বালুচিস্তানের পতাকা ওড়ায় বালুচ বিদ্রোহীরা। ভারতে বালুচিস্তানের দূতাবাস খুলতে দেওয়ার অনুরোধ জানানো হয়। এবার সরাসরি সামরিক সহায়তার আর্জি নিয়ে ভিডিওবার্তা বালুচ বিদ্রোহীদের। ভারতকে তাদের আহ্বান, আপনারা পাকিস্তানকে আক্রমণ করুন। দক্ষিণ থেকে আমরা আক্রমণ করব। গুঁড়িয়ে যাবে পাকিস্তান।

আরও পড়ুন-ফের চালু ভারতের ৩২টি বিমানবন্দর

Latest article