অবৈধ অভিবাসীদের প্রতি আমরা কোনও নরম নীতি নেব না: ট্রাম্প

Must read

ওয়াশিংটন: সম্প্রতি টেক্সাসের ডালাসে ৫০ বছরের ভারতীয় নাগরিক চন্দ্র নাগমাল্লাইয়ার নৃশংস হত্যাকাণ্ডের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) অবৈধ অভিবাসী অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন। তিনি বলেন, এই বিষয়ে আর রেয়াত করা হবে না অপরাধীদের। ওই ভারতীয় হোটেল ব্যবসায়ীকে তাঁর স্ত্রী ও ছেলের সামনেই শিরশ্ছেদ করা হয়। ট্রাম্প তাঁর ‍‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে এক কড়া বিবৃতিতে বলেছেন, নাগমাল্লাইয়াকে হত্যা করেছে এক অবৈধ অভিবাসী। ওই অবৈধ কিউবান অভিবাসীর আমাদের দেশে থাকাই উচিত ছিল না, সে নিষ্ঠুরভাবে শিরশ্ছেদ করেছে। নিহত ভারতীয় হোটেল ব্যবসায়ীকে ডালাসের এক সম্মানিত ব্যক্তি হিসেবে বর্ণনা করেন ট্রাম্প। তিনি প্রতিশ্রুতি দেন, অভিযুক্তকে আইনের পরিধিতে সর্বোচ্চ শাস্তি দিতে পূর্ণাঙ্গ কঠোরতায় বিচার করা হবে। ট্রাম্প জানান, চন্দ্র নাগমাল্লাইয়ার হত্যাকাণ্ড সম্পর্কিত ভয়াবহ প্রতিবেদনগুলি সম্পর্কে আমি অবগত। অবৈধ অভিবাসী অপরাধ জগতের সঙ্গে যুক্ত ছিল জানিয়ে ট্রাম্প বলেন, অভিযুক্ত ব্যক্তি এর আগে শিশু যৌন নির্যাতন, গাড়ি চুরি এবং মিথ্যা কারাদণ্ডের মতো জঘন্য অপরাধের জন্য গ্রেফতার হয়েছিল। কিন্তু অযোগ্য জো বাইডেনের অধীনে তাকে আমাদের দেশে ছেড়ে দেওয়া হয়েছিল, কারণ কিউবা এমন একজন খারাপ লোককে নিজেদের দেশে ফিরিয়ে নিতে চায়নি। অভিবাসীদের বিষয়ে তাঁর সরকার যে কড়া মনোভাব অব্যাহত রাখবে তা বোঝাতে মার্কিন প্রেসিডেন্ট (Donald Trump) আরও বলেন, নিশ্চিন্ত থাকুন, আমার তত্ত্বাবধানে এই অবৈধ অভিবাসী অপরাধীদের প্রতি নরম হওয়ার সময় শেষ। নিজের বিবৃতিতে ট্রাম্প জানান, ডালাসের ভারতীয় ব্যবসায়ী খুনে অভিযুক্তকে কঠোরতম আইনি পরিণতি ভোগ করতে হবে। তার বিরুদ্ধে ফার্স্ট-ডিগ্রি খুনের অভিযোগ আনা হবে।

আরও পড়ুন-সাদা তাঁবু খাটিয়ে কাজ শুরু নেপালের সুপ্রিম কোর্টে অভ্যুত্থানে আদালতের ৬২ হাজার নথি পুড়ে ছাই!

Latest article