দ্বিগুণ আসনে জিতব আমরা, এক্সিট পোল ডাহা মিথ্যা : নেত্রী

Must read

প্রতিবেদন : মোদিয়া মিডিয়ার তৈরি চক্রান্তের ভুয়ো এক্সিট পোল মানি না। এর কোনও মূল্য নেই। যা দেখাচ্ছে তার ডবল আসন পাবে তৃণমূল। দৃঢ়তার সঙ্গে একথা বলে দিলেন আত্মবিশ্বাসী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (TMC Supremo Mamata Banerjee)। রবিবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া ‘ফোন ইন’-এ ক্ষোভ উগরে দিয়ে নেত্রী বলেন, এখনও পর্যন্ত গণনাই শুরু হয়নি তবে কোন কেন্দ্রে কে জিতবে তা এত নিখুঁতভাবে কী করে বলছে টেলিভিশন চ্যানেলগুলি? নেত্রীর কথায়, ২০১৬-’১৯ ও ’২১-এও এক্সিট পোল দেখেছি। একটাও মেলাতে পারেনি। কারণ এটা বিজেপি তৈরি করে মিডিয়াকে খাওয়ায়। তাঁর সংযোজন, এটা দু’মাস আগে তৈরি হয়েছিল। যে কোম্পানি এটা বানিয়েছে ওটা বিজেপিরই। এই এক্সিট পোলের কোনও মূল্য নেই। ঘরে বসে বসে টাকা দিয়ে বিজেপি নিজের কিছু লোককে দিয়ে করেছে। নেত্রীর সংযোজন, যা দেখিয়েছে মিডিয়া তার ডবল সিট যদি না পাই তখন বলবেন। এরপরই মিডিয়ার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে নেত্রী বলেন, মিডিয়ার ‘মি’ উঠিয়ে দিয়ে ‘মোদিয়া’ করে দিলেই তো হয়! এত নির্লজ্জ মিডিয়া আমি কখনও দেখিনি। এমনভাবে দেখাচ্ছে যেন এ-রাজ্যে বিজেপির হাতেখড়ি হচ্ছে। গোটা বিশ্ব এই ধরনের মিডিয়ার নিন্দা করছে।

আরও পড়ুন- ম্যানিপুলেটেড এক্সিট পোল, এখন ফোকাস করুন গণনায়

দলের সর্বস্তরের নেতা-কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের (TMC Supremo Mamata Banerjee) বার্তা— আমি আমার কর্মী, সমর্থক, নেতৃবৃন্দ-সহ গণনাকেন্দ্রে যাঁরা উপস্থিত থাকবেন সেই সকল কাউন্টিং এজেন্টদের বলছি, মনোবল হারাবেন না। কারণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, ‘মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ’। আমরা মানুষের দল। আমি জানি আগামী ৪ জুন এক সূর্যোদয়ের সাক্ষী থাকবে বাংলা-সহ গোটা দেশ। অন্য রাজ্যের ফলাফল নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে নেত্রী বলেন, আঞ্চলিক দলগুলি ভাল ফল করবে। অখিলেশ যাদব, তেজস্বী যাদব, এম কে স্ট্যালিন, উদ্ধব ঠাকরেরা ভাল রেজাল্ট করবেন বলে আশাবাদী তিনি।

নেত্রীর সংযোজন, আমি কোনও নম্বরে যাব না। তবে আমরা যেভাবে মাঠে থেকেছি মানুষের কাছে পৌঁছেছি, মানুষের মুখ দেখে মনে হয়নি তাঁরা আমাদের ভোট দেবেন না। এরপরই আরেক দফা ক্ষোভ উগরে দিয়ে নেত্রী বলেন, চাকরি খেয়ে নেওয়া— ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেওয়া— কংগ্রেসকে টাকা দিয়ে মুসলিম ভোট কাটার চেষ্টা সবই করেছে। সিপিএম ওদের সঙ্গে হাত মিলিয়েছে। আমরা সিপিএম-কংগ্রেস-বিজেপি তিনটে দলের বিরুদ্ধে লড়াই করেছি। তাঁর কথায়, এসব মিডিয়ার এক্সিট পোল বিশ্বাস করি না। এরা বিজেপির দালাল। জোট সম্পর্কে নেত্রীর বক্তব্য, ইন্ডিয়া জোটে সবই ঠিকঠাক চলছে। কিন্তু সিপিএম টোটাল মনিটরিং করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ কথা, প্রত্যেকটি আঞ্চলিক দলের নিজের সম্মান আছে। সকলের সঙ্গে কথা বলে যেটা হয় সেটাই হচ্ছে জোট। গায়ের জোরে কাউকে বাদ দিয়ে দিলাম, এটা হয় না। যৌথভাবে সকলকে নিয়ে চলতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি আগে ৪ জুন ফলাফল দেখব, তারপর ক্যালকুলেশন করব, তারপর যা বলার বলব। তবে, মোদিজিকে যাঁরা হাইভোল্টেজ জিতিয়ে দিচ্ছেন তাঁদের বলে দিই— এবার কিন্তু অত সহজ অঙ্কে পার পাওয়া যাবে না।

Latest article