আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস। আজ কলকাতার বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯০ শতাংশের আশেপাশে থাকতে পারে। আকাশ মেঘলা থাকবে।
আরও পড়ুন-ওয়েস্ট ইন্ডিজ সফর, বাদ পূজারা
আজ দুপুরের পর থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়া, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর,পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়াতে। দক্ষিণের সব জেলাতে আজ হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন-স্টোকসদের কোচ হতে পারতেন পন্টিংও, ফিরিয়েছিলেন প্রস্তাব
আগামী কয়েক ঘণ্টার মধ্যে সল্টলেক, কলকাতা, হাওড়া, বালী, ডায়মন্ড হারবার, কাঁথি, ক্যানিং, দিঘা, সাগর, তাজপুর, মন্দারমনি, খেজুরি, খড়গপুর, বাঁকুড়া, মেদিনীপুর, আসানসোল, দুর্গাপুর, বর্ধমান, কৃষ্ণনগর, বসিরহাট, মায়াপুর, শ্রীরামপুর, কল্যাণী, তারকেশ্বর, চন্দননগর এর বেশ কিছু জায়গায় ঝোড়ো হাওয়া দিতে পারে। বাতাসের বেগ ঘণ্টায় ৪০ কিমির কম হবে।
আরও পড়ুন-সায়নী ঘোষকে কুরুচিকর মন্তব্য, গ্রেফতার বিজেপি প্রার্থী
দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়া, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়াতে পরশু বৃষ্টি হবে। ২৭ জুন দক্ষিণবঙ্গে সতর্কতা জারি করা হয়নি এখনও। বেশ কয়েকটি জায়গায় ভালোই বৃষ্টি হবে।