রয়েছে বৃষ্টির সম্ভাবনা

Must read

অতি শক্তিশালী ঘূর্ণিঝড় মোকার হাত থেকে আপাতত রেহাই পেয়েছে বাংলা। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, ঘূর্ণিঝড় ক্রমশ বাংলাদেশের দিকে এগোচ্ছে। বাংলার জন্য কোনও বিপদ নেই। তবে রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দিঘা-সহ রাজ্যের উপকূলের বেশ কিছু এলাকায় ঝড়ের মোকাবিলায় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে মোতায়েন রাখা হয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে, শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষত, উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। সোমবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সোমবারের পর মালদহ এবং দুই দিনাজপুর জেলাতেও বৃষ্টি চলবে। শনিবার ও রবিবার পর্যন্ত তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। সোমবার থেকে ফের গরম বাড়তে পারে। বিশেষ করে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদে তাপপ্রবাহ হতে পারে। মঙ্গলবার এই তালিকায় থাকতে পারে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের মতো জেলাগুলি।

আরও পড়ুন- অভিষেককে স্বাগত জানাতে প্রস্তুত কাশীপুর

Latest article