গরম কেটে বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

আগামী আরও দু’দিন তাপপ্রবাহ জারি থাকবে মালদহ ও দুই দিনাজপুরে। তবে দক্ষিণবঙ্গের জন্য এখনই কোনও সুখবর দিতে পারছে না হাওয়া অফিস

Must read

প্রতিবেদন: টানা কয়েকদিনের গা জ্বালানো গরমের মধ্যে সোমবার স্বস্তির ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। উত্তরের জেলাগুলিতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলেই জানাচ্ছে হাওয়া অফিস, তবে ভিজতে পারে দক্ষিণবঙ্গও। এদিন আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি সপ্তাহে উত্তরের ৫টি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কিছু কিছু এলাকায় ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। তবে উত্তরের বাকি জেলাগুলিতে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

আরও পড়ুন-শিলিগুড়ি পেল দ্বিতীয় চুল্লি কুণাল-ঋতব্রতর এমপি ল্যাডের টাকায়

আগামী আরও দু’দিন তাপপ্রবাহ জারি থাকবে মালদহ ও দুই দিনাজপুরে। তবে দক্ষিণবঙ্গের জন্য এখনই কোনও সুখবর দিতে পারছে না হাওয়া অফিস। আগামী ৪ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যথারীতি তাপপ্রবাহ জারি থাকবে। তবে ২১ তারিখ শুক্রবারের পর থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে বলেই মনে করা হচ্ছে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত ভাবে স্থানীয় মেঘ থেকে হালকা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার রাতের পর থেকে শুক্রবার পর্যন্ত ভিজতে পারে পূর্ব মেদিনীপুর। এ ছাড়াও ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায় শুক্রবার সামান্য বৃষ্টি হতে পারে। শনিবার থেকে পরিস্থিতি কিছুটা বদলাতে পারে। গত কয়েক দিনে হাঁসফাঁস করছে গোটা রাজ্য। তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রি। কলকাতাতেও তাপপ্রবাহের পরিস্থিতি চলছে। তার মাঝে আবহাওয়া দফতরের এই পূর্বাভাস কিছুটা হলেও স্বস্তির বার্তা দিল।

Latest article