বসন্তেই কালবৈশাখীর পূর্বাভাস দিল হাওয়া অফিস

আবহাওয়া দফতর জানিয়েছে, যেসব জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

Must read

প্রতিবেদন : একের পর এক খেল দেখাচ্ছে আবহাওয়া। বসন্তের তীব্র গরমের পর এবার কালবৈশাখীর পূর্বাভাস দিল হাওয়া অফিস। এরই সঙ্গে রাজ্যের ১২ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী শনিবার সকাল থেকেই কলকাতার আকাশ ছিল মেঘলা, পাশাপাশি দক্ষিণের বিভিন্ন জেলায় ঝিরঝিরে বৃষ্টিও হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলার আকাশ মেঘলা। তার মধ্যে অনেক জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে বা হচ্ছে।

আরও পড়ুন-ভাঙড় নিয়ে পর্যালোচনা, শওকতকে দায়িত্ব দিলেন বক্সি

আবহাওয়া দফতর জানিয়েছে, যেসব জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আর আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখী তৈরি হতে পারে। তবে তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে পূর্বাভাসে। উত্তরের ছয় জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ রবিবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘণ্টা অর্থাৎ ১৩ মার্চ সোমবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবক’টি জেলার আবহাওয়া শুকনো থাকবে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে। আপাতত জেলাগুলির দিন ও রাতের তাপমাত্রা তেমন কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও পূর্বাভাসে বলা হয়েছে।

আরও পড়ুন-ফের ভর্ৎসিত সিবিআই

উত্তরের পাশাপাশি দক্ষিণের ছয় জেলাতেও বৃষ্টির পূর্বাভাস, রবিবার সকালের মধ্যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘণ্টা অর্থাৎ ১৩ মার্চ সোমবার সকালের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সবক’টি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী কয়েকদিন জেলাগুলির দিন ও রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে পূর্বাভাসে।

Latest article