উদ্বেগে মৌসম ভবন

আগামী এক সপ্তাহেও কেরলে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। অন্যদিকে বাংলায় উত্তরবঙ্গে বৃষ্টিপাত শুরু হলেও এখনও পুড়ছে দক্ষিণবঙ্গ।

Must read

প্রতিবেদন : কেরলে আগাম বর্ষা ঢুকলেও বৃষ্টিতে ৫০ শতাংশ ঘাটতি রয়েছে। যা উদ্বেগে ফেলেছে মৌসম ভবনকে। এবার নির্ধারিত সময়ের আগেই মৌসুমী বায়ু কেরলে প্রবেশ করলেও হঠাৎই থমকে গিয়েছে বর্ষা। কেরলের আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে রাজ্যে যতটা বৃষ্টি হওয়ার কথা ছিল, তা তো হয়ইনি বরং গত এক সপ্তাহে বৃষ্টিতে প্রায় ৫০ শতাংশ ঘাটতি রয়েছে।

আরও পড়ুন-সংঘের চাপে পড়েই পিছু হটল সরকার

ভারতের বর্ষার জীবনরেখা হল মৌসুমী বায়ু। বর্ষার বৃষ্টিপাতের উপর দেশের অর্থনীতি ও জিডিপি নির্ভর করে। তাই থমকে যাওয়া মৌসুমী বায়ু নিয়ে চিন্তিত আবহাওয়াবিদরা। মৌসম ভবন বলছে, কেরলে বর্ষা ঢোকার কয়েক দিনের মধ্যে গড়ে ৬-৮ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। সেখানে এবার বৃষ্টিপাত বেশ কম হয়েছে। আগামী এক সপ্তাহেও কেরলে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। অন্যদিকে বাংলায় উত্তরবঙ্গে বৃষ্টিপাত শুরু হলেও এখনও পুড়ছে দক্ষিণবঙ্গ। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই৷

Latest article