১৫০ বছরে হাওয়া অফিস

এবছর ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) ১৫০ বছরে পদার্পণ করতে চলেছে। এই ঐতিহাসিক যাত্রাপথকে উদযাপনে নয়াদিল্লির তরফে একগুচ্ছ কর্মসূচি নেওয়া হয়েছে।

Must read

প্রতিবেদন : ১৮৭৫ সালে পথচলা শুরু। এবছর ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) ১৫০ বছরে পদার্পণ করতে চলেছে। এই ঐতিহাসিক যাত্রাপথকে উদযাপনে নয়াদিল্লির তরফে একগুচ্ছ কর্মসূচি নেওয়া হয়েছে। আগামী ১৫ জানুয়ারি ‘অবিভক্ত ভারত’ নামে এক আলোচনাসভার আয়োজন করে দিল্লির তরফে বাংলাদেশ, পাকিস্তান, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা-সহ একাধিক দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই ঐতিহাসিক দিন উপলক্ষে বিশেষ মুদ্রাও প্রকাশ করবে অর্থমন্ত্রক। আর আইএমডি’র একদম জন্মলগ্নের সঙ্গী হিসেবে আলিপুর আবহাওয়া দফতরও একগুচ্ছ কর্মসূচি নিয়েছে।

আরও পড়ুন-মন কেড়েছে রাজার ফুচকা

গত ৩ জানুয়ারি থেকেই চলছে একের পর এক অনুষ্ঠান। শনিবার আইএমডির ১৫০ বছরে পদার্পণ উপলক্ষে গলফ গ্রিনে বিশেষ ম্যারাথনেরও আয়োজন করেছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, শহরের তিনটি আমরা ইতিমধ্যেই পথনাটিকা করেছি। মধুসূদন মঞ্চের প্রাঙ্গণ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসের সামনে এবং বাংলা অ্যাকাডেমির সামনে এই পথনাটকগুলির আয়োজন করা হয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে আবহাওয়া দফতরে প্রযুক্তিগত পরিবর্তন ও সমাজের উপর তার কী প্রভাব পড়েছে, তা তুলে ধরা হয়েছে এই পথনাটিকাগুলির মাধ্যমে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই নাটক সম্পূর্ণভাবে আমাদের বিভাগের লোকেরাই আয়োজন করেছে। নাটকের স্ক্রিপ্ট থেকে শুরু করে রিহার্সাল, সব কিছুই আলিপুরের দফতরেই হয়েছে। অভিনয় করেছেন আমাদের কর্মীরাই।

Latest article