প্রতিবেদন : বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ আরও গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে। অভিমুখ হবে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে। তবে এই নিম্নচাপের প্রভাব বাংলায় পড়বে না। তবে বৃষ্টি এ-রাজ্যেও হবে। আগামী শনিবার পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে গোটা রাজ্য জুড়েই। শনিবারের পর রবিবার থেকে আবহাওয়া ফের শুকনো হবে। মঙ্গলবার দুপুরে কয়েক পশলা বৃষ্টিতে ভিজল কলকাতার বেশ কিছু অংশ। বর্ষা বিদায়ের পর বাংলায় আপাতত বিক্ষিপ্ত বৃষ্টি ছাড়া মোটের উপর শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। বিক্ষিপ্তভাবে কয়েক জায়গায় বৃষ্টি হলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া (Weather Report) বদলে বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়া থাকবে। উপকূলবর্তী জেলা ও পার্বত্য অঞ্চলের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে জলীয় বাষ্প ঢুকে স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা বাড়াবে।