তীব্র দাবদাহে পুড়ছে বাংলা (Summer- Bengal)। রোদের দাপটে কাহিল রাজ্যবাসী। গত সপ্তাহ থেকেই তাপামাত্রা কখনও ৪০ -এর বেশি, কখনও বা ৪০ ছুঁইছুঁই। সকলেই স্বস্তির বৃষ্টির জন্য চাতক পাখির মতো চেয়ে রয়েছেন। তবে দক্ষিণবঙ্গবাসীর জন্য এখনই সুখবর শোনাতে পারছে না আলিপুর আবহাওয়া দফতর। তবে শুক্রবার থেকেই তারমাত্রা কমার পূর্বাভাস দিয়েছে। সেইসঙ্গে শনিবার থেকে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় দু’এক পশলা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের সাতটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়াও দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও মিলবে বৃষ্টির দেখা। শনিবার থেকে সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হবে। তবে, তাপপ্রবাহের হাত থেকে এখনই রেহাই পাচ্ছে না মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর। শনিবার এই তিন জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া দফতর।
আরও পড়ুন: শনিবার ইদ: কলকাতায় মোতায়েন তিন হাজার পুলিশ
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। তবে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের কারণে লাল সতর্কতা জারি করা হয়েছে। যদিও শনিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ধীরে ধীরে কমার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সাত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূম জেলার কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস। আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিমি ঝঞ্ঝার কারণেই পশ্চিমবঙ্গের (Summer- Bengal) বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শনিবার থেকে সোমবার পর্যন্ত এই জেলাগুলিতে হালকা থেকে বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি-সহ বাকি জেলাগুলিতে বৃষ্টি না হলেও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে না।