কলকাতা থেকে জেলায় প্রবেশ করছে উত্তুরে হাওয়া (Weather Update)। ফলে সপ্তাহান্তে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে। বুধবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি কম। আজ কলকাতার আকাশ পরিষ্কার থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।
আরও পড়ুন- ওয়েটিং লিস্টে থাকা ২৬০০ প্রার্থীর কাউন্সেলিং ১৭ ডিসেম্বর থেকে! বিজ্ঞপ্তি SSC-র
শীতের দুরন্ত ইনিংসের মাঝে বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছে পশ্চিমি ঝঞ্ঝা (Weather Update)। বাধা পাচ্ছিল উত্তুরে হাওয়া। ফলে শহর থেকে জেলায় কমেছিল শীতের আমেজ। তবে সেই ঝঞ্ঝা এখন কেটে গিয়েছে। এদিন সকালে কুয়াশার আধিক্যও ছিল বলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর। ঘন কুয়াশার জেরে ভোর থেকে বন্ধ নবদ্বীপ, মায়াপুর এবং স্বরূপগঞ্জ ঘাটের মধ্যে ফেরি চলাচল। নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হুগলিতে মাঝারি কুয়াশার সম্ভাবনা। সকাল থেকেই কুয়াশায় ঢাকা মুর্শিদাবাদ।
শৈত্য প্রবাহ জম্মু-কাশ্মীর, লাদাখ, মোজাফফরাবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, রাজস্থান, উত্তরপ্রদেশে। কুয়াশায় ঢাকা কাশ্মীরের ডাল লেকও।