বৃহস্পতিবার সকাল থেকেই আকাশ মেঘলা কলকাতায় (weather update)। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায় কলকাতার বিভিন্ন অংশে দফায় দফায় বজ্রপাত-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
নিম্নচাপ বুধবারে ছত্তিশগড়ে ঢোকার পরেই শক্তি হারাতে শুরু করেছে (weather update)। তবে নিম্নচাপের জেরে কয়েকদিন সমুদ্র উত্তাল থাকবে। উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের শুক্র ও শনিবার মাছ ধরতে যেতে বারণ করেছেন আবহাওয়া দফতরের কর্তারা।
আরও পড়ুন-আজ মনোনয়ন জমা দেবেন বিরোধী জোটের প্রার্থী সুদর্শন রেড্ডি
আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। যা স্বাভাবিকের তুলনায় প্রায় ২ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বর্ষার শেষভাগে এমন বিক্ষিপ্ত বৃষ্টি শহরে চলবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। এদিন দিনভর আকাশ মেঘলা থাকায় রোদের তাপ অনেকটাই কম থাকার আশাও রয়েছে।