পারদ ১১-র নিচে শীতের কামড় আরও বাড়বে

Must read

প্রতিবেদন : একাধিক নিম্নচাপের ধাক্কা কাটিয়ে বছর শেষে শুরু হয়েছে শীতের দাপট। সোমবার শহর কলকাতার পারদ নামল ১১ ডিগ্রি সেলসিয়াসে। আলিপুর আবহাওয়া দফতর বলছে, এখনও পর্যন্ত এটাই ছিল এ রাজ্যের শীতলতম দিন। গত সপ্তাহ থেকে চলছে টানা পারদপতন। গত কয়েকদিনের রেকর্ড ভেঙে সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়াল ১১.২ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে প্রায় ৪ ডিগ্রি কম। জেলাগুলিতে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে গিয়েছে। সব মিলিয়ে পৌষ মাস শুরু হতেই স্বমহিমায় শীত।

আরও পড়ুনগণনায় কড়া নিরাপত্তা

আবহাওয়া দফতরের পূর্বাভাসে আগেই বলা হয়েছিল, এ সপ্তাহ থেকে ক্রমশ বাড়বে শীতের দাপট। পূর্বাভাসে বলা হয়েছিল, সোম-মঙ্গলবার নাগাদ ১২ ডিগ্রিতে নামতে পারে কলকাতার তাপমাত্রা। কিন্তু বাস্তবে তাকেও ছাড়িয়ে গেল শীত। প্রত্যাশামতোই জেলাগুলিতে আরও নেমেছে পারদ। উত্তুরে হাওয়ার হাত ধরে রাজ্যে শুরু হয়েছে এই শীতের আগমন। হাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৩-৪ দিন শীতের আমেজ এমনই থাকবে। পশ্চিমি ঝঞ্ঝা কেটে গেলে পারদ আরও নামতে পারে বলে আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে। কলকাতার পাশাপাশি উত্তরবঙ্গেও পাল্লা দিয়ে কমছে তাপমাত্রা। দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। উত্তরবঙ্গের বেশিরভাগ জায়গাতেই পারদ ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে।

Latest article