আবারও ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি। জুন মাসের ৮ থেকে ১০ তারিখের মধ্যে বঙ্গোপসাগার ও আরব সাগরের মধ্যে দুটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে। শেষ ঘূর্ণিঝড় এসেছিল মোকা। এবার তেজ। এর নামকরণ করেছে ভারত। জুন মাসের ৪ তারিখের পর জানা যাবে এই ঝড়ের ভবিষ্যৎ। তবে এরমধ্যে তীব্র গরমে পুড়বে বাংলা, আগেই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এরই মধ্যে আবহাওয়া দফতর জানাল, রাজ্যের বেশ কয়েকটি জেলায় আগামী ৭২ ঘণ্টা বইবে লু। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ ও নদিয়ায় তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। বৃহস্পতিবার থেকে অন্তত ২ দিন তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে রাজ্যে। কলকাতার তাপমাত্রার ৪০ ডিগ্রি পর্যন্তও পৌঁছতে পারে বলে পূর্বাভাস। আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। হাওয়া অফিস সূত্রে খবর, ঘূর্ণাবর্তের সৃষ্টি হচ্ছে মধ্যপ্রদেশে, যার ফলে বঙ্গ জুড়ে বইবে শুকনো হাওয়া, হু হু করে বাড়বে তাপমাত্রা। উত্তরবঙ্গের কয়েকটি জেলা যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকছে। অন্যান্য জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকবে। রাজ্যের প্রায় সব জেলাতেই বাড়বে গরম ও অস্বস্তি। উপকূলের জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে ক্রমশ। দক্ষিণবঙ্গের জেলা গুলিতে গরমের দাপট বাড়বে।
আরও পড়ুন- আবার কোপ! নবম-দশম শ্রেণির পাঠ্যক্রম থেকে বাদ পর্যায় সারণি, ক্ষুব্ধ শিক্ষকরা