রাজ্যজুড়ে তীব্র গরম। উত্তর দিনাজপুরের ইটাহারে গরমে মৃত্যু হয়েছে এক মহিলার। নাম জয়ন্তী চৌধুরী (৫৫)। তাঁর বাড়ি মালদার মোথাবাড়িতে। পরিবারের সদস্যরা জানান, দিন কয়েক আগে তিনি ইটাহারের পোরষা এলাকায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। সেখান থেকে বৃহস্পতিবার কালোমাটিয়ায় ঘুরতে যান। প্রখর রোদ ও তীব্র গরমে রাস্তাতেই অসুস্থতা বোধ করেন তিনি। এমতাবস্থায় স্থানীয় চিকিৎসকের চেম্বার থেকে হাসপাতালে আনার পথেই তাঁর মৃত্যু হয়। সানস্ট্রোকে মৃত্যু হয়েছে বলে মনে করছেন তাঁর আত্মীয়রা। এদিকে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী বুধবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া চলবে। এক সপ্তাহ পশ্চিমের জেলায় লু বইবে আর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলায় আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠবে। কলকাতাতেও গরম ও অস্বস্তি দুটোই বাড়বে, তাপপ্রবাহের মতো পরিস্থিতিও তৈরি হবে।
আরও পড়ুন- অভিষেককে আর্শীবাদ ৭৬ বছর বয়সী বৃদ্ধার, আবেগে ভাসল নন্দকুমার-মহিষাদল-ময়না
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দক্ষিণের জেলাগুলির পাশাপাশি মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কতা থাকছে। পাশাপাশি জলপাইগুড়ি, কোচবিহার আলিপুরদুয়ারেও তাপমাত্রা ব্যাপক বৃদ্ধি পাবে। শনিবারও পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা-সহ পশ্চিমের জেলা ও সংলগ্ন জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও তাপপ্রবাহর মতো পরিস্থিতি চলতে পারে। শনি ও রবিবার সকাল থেকে তাপপ্রবাহের পরিস্থিতি থাকলেও বিকেলের পর আবহাওয়ার পরিবর্তন হতে পারে৷ উপকূলের জেলা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং এই উপকূল সংলগ্ন কিছু জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মঙ্গলবার-বুধবার গরম আরও বাড়বে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও চরমে উঠবে। রাজ্যজুড়ে গরম ও অস্বস্তির কারণে সতর্কতা নেওয়ার পরামর্শ আবহাওয়া দফতরের। বেলা ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।