আবহাওয়ার বদল, কাল থেকেই শুরু শীতের আমেজ!

Must read

প্রতিবেদন: বদল হতে শুরু করেছে আবহাওয়ার (weather)। অনুভূত হচ্ছে শিরশিরে শীত। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, ভাইফোঁটা সহ আগামী এক সপ্তাহে দুর্যোগ বা ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। কয়েকটি জেলায় স্থানীয়ভাবে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এদিকে বর্ষাও বিদায় নিয়েছে পাকাপাকিভাবে। নতুন করে কোনও নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা নেই। ফলে শীতের প্রবেশে কোনও বাধা নেই আপাতত। ধীরে ধীরে শুষ্ক হতে শুরু করবে আবহাওয়া (weather)। হাওয়া অফিস আগেই জানিয়েছে ভাইফোঁটাতে মেঘমুক্ত থাকবে আকাশ। উত্তরের কয়েকটি জেলায় সামান্য বৃষ্টি হতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও কাটবে। আগামিকাল অর্থাৎ শুক্রবার থেকেই পশ্চিমের জেলাগুলিতে শীতের শুষ্ক আমেজ শুরু হতে থাকবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই ৫ পার্বত্য জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে নিজের গোলাগুলিতে বৃষ্টিপাত তেমন হবে না বললেই চলে।

আরও পড়ুন: ৮০ ঘাটে ছটপুজোর প্রস্তুতি পুরসভার

Latest article