আইএসএলে স্বাগত, নতুন থিম সং আনছে মহামেডান

আইএসএলের জন্য সিনিয়র দলের প্রস্তুতিও চলছে জোরকদমে। পুরনো তিন বিদেশির সঙ্গে নতুন তিন বিদেশিও চুটিয়ে অনুশীলন করছেন।

Must read

প্রতিবেদন : গত মরশুমের আই লিগ জিতে ইন্ডিয়ান সুপার লিগে খেলার যোগ্যতা অর্জন করেছিল মহামেডান স্পোর্টিং। টেকনিক্যাল কারণে আইএসএলের তরফে মহামেডানের নাম এতদিন ঘোষণা করা হয়নি। ক্লাব লাইসেন্সিং, মাঠ ও ইনভেস্টর সমস্যা মিটে যাওয়ার পর শনিবার সরকারিভাবে আইএসএলে মহামেডানের অন্তর্ভুক্তির কথা জানাল লিগের আয়োজক এফএসডিএল। ফলে প্রথমবার দেশের সেরা লিগে খেলবে তিন প্রধান।

আরও পড়ুন-সম্ভাব্য সাজার মেয়াদের এক তৃতীয়াংশ জেলে কাটালে জামিন বিচারাধীনদের, নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

আইএসএলের সোশ্যাল মিডিয়া পেজ এবং ওয়েবসাইটে মহামেডানের অন্তর্ভুক্তির কথা জানিয়ে লেখা হয়, ‘‘স্বাগত মহামেডান স্পোর্টিং। দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যশালী ক্লাব এবার ভারতের প্রথম সারির লিগে খেলবে। ফলে আইএসএলে এখন ক্লাবের সংখ্যা হল ১৩।’’ তবে আনুষ্ঠানিক ঘোষণার আগেই নতুন মরশুম নিয়ে তৎপরতা শুরু হয়ে গিয়েছিল ক্লাব ও ইনভেস্টর কর্তাদের মধ্যে। ইতিমধ্যেই মূল ইনভেস্টর বাঙ্কারহিল তাদের হাতে থাকা ৬১ শতাংশ শেয়ারের অর্ধেক (৩০.৫ শতাংশ) দিয়েছে সহযোগী শ্রাচী স্পোর্টসকে। মহামেডানের সহযোগী ইনভেস্টর হিসেবে শ্রাচী স্পোর্টসের নাম আগামী মাসে আইএসএল শুরুর আগেই সরকারিভাবে ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে চূড়ান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন-যৌন-কেলেঙ্কারির দায়ে কেন্দ্রীয় মন্ত্রীর আত্মীয়দের চার্জশিট

আইএসএলের জন্য সিনিয়র দলের প্রস্তুতিও চলছে জোরকদমে। পুরনো তিন বিদেশির সঙ্গে নতুন তিন বিদেশিও চুটিয়ে অনুশীলন করছেন। তবে প্রশ্ন উঠছে, গত মরশুমে আই লিগে খেলা দলের কোর গ্রুপ নিয়ে আইএসএলের মঞ্চে কতটা লড়াই করতে পারবে মহামেডান? আইএসএলে দলের হোমগ্রাউন্ড ঠিক হয়েছে কিশোরভারতী স্টেডিয়াম। আন্দ্রে চের্নিশভের দল ডার্বি খেলবে যুবভারতীতেই। আইএসএল মরশুমকে সামনে রেখে নতুন থিম সংও আনছে ক্লাব। থিম সংয়ে চমক থাকছে বলে জানিয়েছেন কর্তারা।

Latest article