প্রতিবেদন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে আগামী ১৬ নভেম্বর থেকে রাজ্যের স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলি খুলছে। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ বা টিএমসিপি। সেই সঙ্গে সংগঠনের পক্ষ থেকে সমস্ত শাখা ও সেলের জন্য কিছু নির্দেশিকা জারি করা হয়েছে।
আরও পড়ুন-ফের রাজ্যবাসীর ঘরে ঘরে পৌঁছবে রেশন
নির্দেশিকায় বলা হয়েছে, প্রত্যেকটি কলেজের গেট তৃণমূল ছাত্র পরিষদের পতাকা দিয়ে ‘স্বাগতম-বার্তা’-র ফ্লেক্স লাগানো হবে। আগামী ১৬, ১৭ এবং ১৮ নভেম্বর পর্যন্ত প্রতিটি কলেজের প্রধান গেটে প্রত্যেক পড়ুয়াদের সামর্থ্য মতো চকোলেট, ফুল, শুভেচ্ছাবার্তা দিয়ে সংবর্ধনা জানানো হবে। এছাড়া পড়ুয়াদের সঙ্গে মাস্ক ও স্যানিটাইজার আছে কি না সেদিকেও লক্ষ রাখবেন সংগঠনের সদস্যরা।
আরও পড়ুন-টস বিতর্কে আইসিসির হস্তক্ষেপ চান সানি
প্রত্যেক ছাত্রছাত্রীকে মাস্ক পরে ক্যাম্পাসে সামাজিক দূরত্ব বজায় রাখার অনুরোধ জানানো হয়েছে। এর পাশাপাশি যাদবপুর ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ওপর বিশেষ নজর দেওয়া হচ্ছে। মঙ্গলবার থেকে এই দুই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পাশে থাকার জন্য তৃণমূল ছাত্র পরিষদের প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ের গেটগুলিতে হাজির থাকবেন।
তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য নিজে কলকাতা ও তার সংলগ্ন এলাকার কলেজগুলিতে গিয়ে সরেজমিনে গোটা পরিস্থিতি দেখবেন।