একশো দিনের কাজ প্রকল্পের আওতায় মজুরি বাবদ কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্যের ৩ হাজার ৩০০ কোটি টাকার বেশি বকেয়া রয়েছে। ২০২১ সালের ২৬ ডিসেম্বর থেকে ওই টাকা বকেয়া রয়েছে বলে পঞ্চায়েত মন্ত্রী পুলক রায় জানিয়েছেন। বুধবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে তিনি বলেন কেন্দ্রীয় আইনে নিয়োগের নিশ্চয়তা থাকা সত্ত্বেও একশো দিনের প্রকল্পে জব কার্ডধারী শ্রমিকদের মজুরির টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। মুখ্যমন্ত্রী এই বকেয়া চেয়ে একাধিক চিঠি দিলেও কাজ হয়নি। এর ফলে ১ কোটি ৪ লক্ষ মানুষ প্রকল্পের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। পঞ্চায়েত মন্ত্রী পরে জানান, কাজ করার ১৫ দিনের মধ্যে শ্রমিকের আকাউন্টে টাকা পাঠানোই আইন। কিন্তু মাসের পর মাস আইন ভেঙে কেন্দ্র তা দিচ্ছে না। তাই জবকার্ড নিয়ে তথ্য দিয়েই তাঁদের চিঠি দেওয়া হবে। সূত্রের খবর, ১০০ দিনের কাজে অদক্ষ শ্রমিকের মজুরি বাবদ বাকি তিন হাজার ২৮৬ কোটি ৯৩ লক্ষ টাকা। ২০২১ সালের ২৬ ডিসেম্বরের পর আর টাকা পায়নি পশ্চিমবঙ্গ সরকার। একই ভাবে ১০০ দিনের কাজে ব্যবহার করা উপাদান বাবদ বকেয়া অর্থের পরিমাণও তিন হাজার ৭৪২ কোটি ৫৪ লক্ষ টাকা। কেন্দ্র যা ২০২১ সালের ১৪ অগাস্টের পর থেকে অন্যায় ভাবে আটকে রেখেছে বলেই দাবি করেছেন মন্ত্রী। প্রসঙ্গত, ১০০ দিনের কাজের টাকার দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাতেও কেন্দ্রীয় সরকারের টনক নড়েনি বলেই অভিযোগ করেছে পঞ্চায়েত দফতর।
আরও পড়ুন- সিবিআইয়ে সিট গড়ে দিল হাইকোর্টই