হেমন্ত সোরেনের জামিন, স্বাগত জানালেন তৃণমূল সুপ্রিমো

Must read

প্রায় পাঁচ মাস জেলবন্দি। শুক্রবারই ঝাড়খণ্ড হাইকোর্ট জামিনের আবেদন মঞ্জুর করে প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের (Hemant Soren)। প্রতিবেশী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি বিরোধী আন্দোলনের অন্যতম শরিক হেমন্তের জামিনে অভিনন্দন জানালেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই সঙ্গে তাঁকে ফের তাঁর লড়াকু ভূমিকায় ফিরে আসার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: রাজ্যের আরও ১ কোটি ২২ লক্ষ মহিলার জন্য শৌচাগার

সোশ্যাল মিডিয়ায় বাংলার মুখ্যমন্ত্রী লেখেন, “হেমন্ত সোরেন, একজন গুরুত্বপূর্ণ আদিবাসী নেতা, যাঁকে একটি মামলার কারণে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে হয়েছিল, কিন্তু আজ তাঁর (Hemant Soren) জামিনের রায় দেয় মাননীয় হাইকোর্ট! এই অগ্রগতিতে আমি খুব খুশি এবং আমি নিশ্চিত তিনি তাঁর জনসংযোগের কাজ খুব শীঘ্রই শুরু করবেন। আমাদের মধ্যে ফিরে আসায় হেমন্তকে অভিনন্দন!”

Latest article