গোয়ার প্রতিষ্ঠা দিবসে গোয়াবাসীকে শুভেচ্ছা বাংলার মুখ্যমন্ত্রীর

Must read

আজ ৩০ মে, গোয়ার প্রতিষ্ঠা দিবস (Goa Foundation Day)। গোয়ার প্রতিষ্ঠা দিবসে গোয়াবাসীকে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। টুইটারে তিনি লেখেন, “আজ, গোয়ার প্রতিষ্ঠা দিবসে, আমি গোয়ার জনগণের লড়াকু মনোভাবকে সালাম জানাই। তাদের সংগ্রামের কারণেই ১৯৮৭ সালের এই দিনে গোয়া পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছিল। আমরা সেই উদ্দেশ্যে যোদ্ধাদের অবদানকে মূল্যায়ন করি এবং তাদের ভূমিকার প্রশংসা করি। গোয়ার উন্নতি হোক।”

 

ভারত স্বাধীন হওয়ার ১৪ বছর পর ৩০ মে দিনে ভারতীয় জওয়ানেরা জয়েন্ট অপারেশন চালিয়ে গোয়াকে পর্তুগাল শাসকদের থেকে স্বাধীন করিয়েছিল। কিন্তু পর্তুগিজরা গোয়া না ছাড়ায় ভারতের তিন সেনা ১৯ ডিসেম্বর ১৯৬১ সালে অপারেশন ‘বিজয়’ অভিযান চালিয়ে পর্তুগিজদের গোয়া থেকে বিতাড়িত করেন। গোয়া তাঁদের প্রতিষ্ঠা দিবস (Goa Foundation Day) ৩০ মে পালন করে। কারণ ৩০ মে ১৯৮৭ সালে গোয়াকে পূর্ণ রাজ্যের তকমা দেওয়া হয়। আর এরপর গোয়ায় সম্পূর্ণ ভাবে ভারতীয় সংবিধানে লাগু হয়।

আরও পড়ুন: আজ শ্যামনগরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেগা সভা

Latest article