ভিডিও করে সিলেবাস শেষের উদ্যোগ সংসদের

Must read

প্রতিবেদন : এসআইআর-এর কাজের জন্য ব্যাহত হচ্ছে পঠন-পাঠন। এদিকে শিয়রে পরীক্ষা। তাই পড়ুয়াদের সুবিধার্থে বিশেষ ব্যবস্থা করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal Council of Higher Secondary Education)। ইউটিউবের মতো মাধ্যম ব্যবহার করে বিষয়ভিত্তিক শিক্ষাদানের ব্যবস্থা করা হয়েছে, যাতে পড়ুয়াদের সিলেবাস শেষ করতে সুবিধে হয়। সংসদ সূত্রে খবর, ৫২টি বিষয়ের উপর ৪০০টি ভিডিও বানানো হয়েছে অভিজ্ঞ শিক্ষকদের দিয়ে। সেখানে তাঁরা সহজ ভাষায় বোঝাচ্ছেন কম সময়ের মধ্যে কত শব্দের উত্তর লিখলে বেশি নম্বর পাওয়া যাবে, কীভাবে উত্তর লিখলে ভাল, তা-ও আলোচনা করা হয়েছে। তবে শুধু বাংলা বা ইংরেজি নয়, নেপালি-সহ অন্যান্য ভাষাতেও ভিডিও আপলোড করা হবে। উত্তরবঙ্গের পড়ুয়াদের জন্য বিশেষজ্ঞ শিক্ষকদের দিয়ে এই ভিডিও তৈরি করা হয়েছে। ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিকের চূড়ান্ত তথা চতুর্থ সেমেস্টার। তাই শেষ পর্যায়ে সংসদের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন অভিভাবকরাও। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, পরীক্ষার আগে নিজের মতো করে প্রস্তুতি নেওয়া প্রয়োজন। এখন সকলের কাছেই ইন্টারনেট রয়েছে। ফলে শিক্ষা সংসদের (West Bengal Council of Higher Secondary Education) এই ভিডিও পড়ুয়াদের উপকার করবে।

আরও পড়ুন- বিজেপির গোষ্ঠীকোন্দলে রক্তাক্ত নন্দীগ্রাম, দিলীপ-গদ্দারের দুই ঘনিষ্ঠ হাসপাতালে

Latest article