সাড়ম্বরে পশ্চিমবঙ্গ দিবস হবে রাজ্য জুড়ে সাতদফা নির্দেশিকা

রাজ্যের সর্বস্তরে পশ্চিমবঙ্গ দিবস যথাযথা মর্যাদার সঙ্গে পালন করার নির্দেশ দিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সি।

Must read

প্রতিবেদন : রাজ্যের সর্বস্তরে পশ্চিমবঙ্গ দিবস যথাযথা মর্যাদার সঙ্গে পালন করার নির্দেশ দিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। জেলা সভাপতি, জেলা চেয়ারম্যান, বিধায়ক, সাংসদ, শাখা সংগঠন প্রধান এবং সর্বস্তরের নেতৃবৃন্দের উদ্দেশে তিনি জানান, পশ্চিমবঙ্গ দিবসের পাশাপাশি ১ বৈশাখ নববর্ষের উৎসব হিসেবেও পালন করতে হবে।

আরও পড়ুন-কফি হাউসে নির্মাণ বিতর্ক : হেরিটেজে হাত দেওয়ার অধিকার নেই, গর্জন মেয়রের

বুধবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্য সভাপতি জানান, আগামী ১ বৈশাখ অর্থাৎ ১৫ এপ্রিল একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন। একদিকে এই দিনটি পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালিত হয়, অন্যদিকে এই দিনটি বাংলার সর্বসাধারণ বাংলা বছরের শুভ প্রারম্ভের পুণ্যতিথি হিসেবে উৎসব এবং পুজোর মধ্যে দিয়েও পালন করে থাকেন। এই উপলক্ষেই দলের সর্বস্তরের কর্মীদের উদ্দেশে নির্দেশিকায় জানানো হয়— ১) রাজ্যের সর্বস্তরে অর্থাৎ জেলা, ব্লক, টাউন, অঞ্চল, ওয়ার্ড-সহ সর্বত্র উপযুক্ত মর্যাদা ও উৎসবের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গ দিবস পালন করতে হবে। ২) একইভাবে নববর্ষের উৎসবও সম্মিলিতভাবে পালন করতে হবে। ৩) বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বাংলার মনীষীদের প্রতি শ্রদ্ধার্য্য, রক্তদান উৎসব, বিভিন্ন জনহিতকর কার্য ইত্যাদির মাধ্যমে এই বিশেষ দিনটি প্রভূত জনসংযোগ সহকারে পালন করতে হবে। ৪) স্থানীয় বিশেষ বিদগ্ধ ব্যক্তিদের সম্মানিত করতে হবে। ৫) স্থানীয় ছোটদের, বিশেষ করে কিশোর-কিশোরীদের অনুষ্ঠানে সংযুক্ত করে তাদের মধ্যে ‘বাংলা অস্মিতা’র চেতনা উদ্বুদ্ধ করতে হবে। প্রতি পাড়া ও মহল্লায় ছোট ছোট অসংখ্য অনুষ্ঠানের মাধ্যমে সাড়া ফেলে দিতে হবে। ৬) বাংলা নববর্ষ এবং পশ্চিমবঙ্গ দিবস উদযাপনের প্রচার উপযুক্ত হোর্ডিং এবং ব্যানারের মাধ্যমে সর্বত্র ছড়িয়ে দিতে হবে। ৭) অনুষ্ঠান রাজ্য সঙ্গীত ‘বাংলার মাটি-বাংলার জল’ পরিবেশনের মাধ্যমে শুরু হবে এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে শেষ হবে। রাজ্য সভাপতি নির্দেশ দেন, বাংলার ঐতিহ্যশালী সংস্কৃতি এবং কৃষ্টিকে মাথায় রেখে সুচারুরূপে এইসব অনুষ্ঠান করতে হবে।

Latest article