নয়াদিল্লি : পশ্চিমবঙ্গের প্রতি কেন্দ্রের বিজেপি সরকারের বৈষম্যমূলক আচরণের নিত্যনতুন উদাহরণ প্রকাশ পাচ্ছে সরকারি তথ্যেই। মঙ্গলবার লোকসভায় এক প্রশ্নের লিখিত জবাবে জানা গেল ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণ’ প্রকল্পে ২০২২-২৩ অর্থবর্ষে কোনও টাকা দেওয়া হয়নি পশ্চিমবঙ্গকে। যদিও দেশের অন্যান্য রাজ্যকে মোট ৩৩ হাজার ২৪৪.৯২ কোটি টাকা দেওয়া হয়েছে ওই প্রকল্পে।
আরও পড়ুন-দেড় বছরের ডিএ দেবে না কেন্দ্র, সংসদে মন্ত্রী
উল্লেখ্য, গ্রামীণ এলাকায় ‘সবার জন্য আবাসন’ লক্ষ্য অর্জনের জন্য, গ্রামীণ উন্নয়ন মন্ত্রক ১ এপ্রিল, ২০১৬ থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণ কার্যকর করছে। তবে প্রকল্পের সম্পূর্ণ খরচ কেন্দ্রের নয়। সমতল এলাকায় ৬০:৪০ অনুপাতে কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে এবং উত্তর-পূর্ব এবং হিমালয় রাজ্যগুলির জন্য ৯০:১০ অনুপাতে খরচ ভাগ করা হয়েছে। মঙ্গলবার লোকসভায় একটি প্রশ্নের লিখিত জবাবে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি জানিয়েছেন, ২০১৯-২০, ২০২০-২১ এবং ২০২১-২২ আর্থিক বছরে মোট ৯০ হাজার ৪০১.০২ কোটি টাকা রাজ্যগুলিকে ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা- গ্রামীণ’ প্রকল্পে কেন্দ্রের অংশ হিসেবে দেওয়া হয়েছিল। রাজ্যগুলি খরচ করেছিল মোট ১ কোটি ৩৪ লক্ষ ৬৫৬.০৮ কোটি টাকা।
আরও পড়ুন-চাকরি কেড়ে বিপদে ফেলবেন না ওদেরকে
জবাবে দেওয়া তথ্য অনুযায়ী, বিজেপি শাসিত রাজ্য অসম উপরে উল্লিখিত তিন বছরে কেন্দ্রের দেওয়া টাকা খরচ করতে না পারলেও, ২০২২-২৩ অর্থবর্ষে ওই প্রকল্পের জন্য কেন্দ্রের টাকা পেতে অসুবিধা হয়নি। অথচ, ওই তিনবছরে পশ্চিমবঙ্গ ২৪ হাজার ৩১৭.২৫ টাকা (কেন্দ্র দিয়েছিল ১৫ হাজার ৪৭৪.৩৮ কোটি টাকা) খরচ করলেও, ২০২২-২৩ অর্থবর্ষে ওই প্রকল্প বাবদ এক পয়সাও পায়নি। তবে কেন্দ্রের টাকা না পেলেও ২০২২-২৩ অর্থবর্ষে পশ্চিমবঙ্গ ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা- গ্রামীণ’ প্রকল্পে খরচ করেছে ১ হাজার ৮৬.৮৩ কোটি টাকা।