ডেঙ্গি (dengue) দমনে এবার আরও জোর দিচ্ছে রাজ্য সরকার। চলতি বছরে মশাবাহিত এই রোগ রুখতে রাজ্য স্বাস্থ্যদফতর খরচ করছে প্রায় ৭৫০ কোটি টাকা। এক্স হ্যান্ডেলে দেওয়া এক বার্তায় এই তথ্য জানিয়েছে স্বাস্থ্যদফতর।
দফতর সূত্রে খবর, রাজ্যজুড়ে ডেঙ্গি (dengue) প্রতিরোধ ও নিয়ন্ত্রণে এখন প্রায় এক লক্ষ স্বাস্থ্যকর্মী নিযুক্ত রয়েছেন। তাঁরা প্রতিদিন বিভিন্ন ওয়ার্ড, গ্রাম ও শহরে গিয়ে জনসচেতনতা বাড়ানো থেকে শুরু করে লার্ভা ধ্বংসের কাজে অংশ নিচ্ছেন। পাশাপাশি, মশা নিয়ন্ত্রণে পুরসভা ও পঞ্চায়েত স্তরে বিশেষ নজরদারি দল গঠন করা হয়েছে।
বর্তমানে রাজ্যের ৪০০-র বেশি সরকারি স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে ডেঙ্গি পরীক্ষার সুবিধা দেওয়া হচ্ছে। এই কেন্দ্রগুলিতে আক্রান্ত রোগীদের জন্য পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থাও রাখা হয়েছে। গুরুতর রোগীদের দ্রুত সঠিক চিকিৎসা পৌঁছে দিতে স্বাস্থ্যদফতর আলাদা মেডিক্যাল রেসপন্স টিম তৈরি করেছে।
আরও পড়ুন-এসআইআরের নামে নোংরা খেলা, ২০০২-এর ভোটার লিস্ট থেকে রহস্যজনকভাবে নাম উধাও বসিরহাটে
তাছাড়া, ডেঙ্গি আক্রান্তদের চিকিৎসায় প্রয়োজনীয় প্লেটলেট সরবরাহের জন্য রাজ্যের ৮৯টি সরকারি ব্লাড ব্যাংকে পর্যাপ্ত মজুত নিশ্চিত করা হয়েছে। প্রয়োজনে আশপাশের জেলা থেকেও দ্রুত প্লেটলেট পাঠানোর ব্যবস্থা রাখা হয়েছে।
স্বাস্থ্যদফতর জানিয়েছে, প্রতিটি জেলায় ডেঙ্গি পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বিশেষ কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং সেখান থেকে নিয়মিত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। পাশাপাশি, রাজ্যের বিভিন্ন পুরসভা ও পঞ্চায়েত এলাকায় বৃষ্টির জল জমে না থাকার বিষয়ে কড়া নির্দেশ দেওয়া হয়েছে।
দফতরের এক আধিকারিক বলেন, “ডেঙ্গি দমনে আমরা বহুমুখী পরিকল্পনা নিয়েছি। মানুষের সচেতনতা এবং প্রশাসনের তৎপরতা—দু’য়ের সমন্বয়েই এই রোগ নিয়ন্ত্রণ সম্ভব।”




