জাতীয়-আন্তর্জাতিক স্তরে পদকজয়ী ক্রীড়াবিদদের চাকরি দিচ্ছে রাজ্য

Must read

জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে পদকজয়ী ক্রীড়াবিদদের চাকরি দিচ্ছে রাজ্য সরকার (West Bengal Government)। পদক প্রাপকদের কলকাতা পুলিশে ডি এস পি থেকে এস আই, এ এস আই এবং প্রশাসনিক সংস্কার বিভাগে সেকশন অফিসার পর্যন্ত বিভিন্ন পদে নিয়োগের ব্যবস্থা করা হয়েছে বলে ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন। বুধবার বিধানসভার এক প্রশ্নের উত্তরে ক্রীড়ামন্ত্রী জানান অলিম্পিক থেকে শুরু করে জাতীয় ও আন্তর্জাতিক বিভাগে স্বর্ণ, রৌপ্য, ব্রোঞ্জ পদক জয়ী ক্রীড়া ব্যক্তিত্বদের নিয়োগ করা হচ্ছে মুখ্যমন্ত্রীর নির্দেশে।

ইতিমধ্যে বিভিন্ন পদকজয়ী ক্রীড়াবিদদের মধ্য থেকে ৭৪ টি যোগ্য দরখাস্ত জমা পড়েছে এরমধ্যে ৩৮ জনের দরখাস্ত সংবলিত ফাইল ক্রীড়া দফতরের সুপারিশ-সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বাকি ৩৬ জনের দরখাস্তগুলিও প্রক্রিয়ার মধ্যে রয়েছে বলে তিনি জানান।

আরও পড়ুন- কেন্দ্রের অবহেলায় বেহাল বিশ্ববাংলা ক্রীড়াঙ্গন, চুক্তিভঙ্গের হুঁশিয়ারি মন্ত্রীর

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্রীড়াবিদদের সরকারি চাকরি দিতে নতুন আইন আনার কথা ঘোষণা করেছেন। ওই আইন তৈরি হলে আগ্রহী ক্রীড়াবিদেরা সরাসরি সরকারি চাকরিতে যোগ করতে পারবেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন “জঙ্গলমহল কাপ, সৈকত কাপ, রাঙামাটি কাপ, সুন্দরবন কাপ, হিমাল তরাই-ডুয়ার্স কাপ-সহ বিভিন্ন প্রতিযোগিতা আমরা করি। যারা রানার্স আর চ্যাম্পিয়ন হয়, তাদের আমরা পুলিশে চাকরি দিই। ইতিমধ্যেই আমরা প্রায় ৪৩০০ জন খেলোয়াড়কে চাকরি দিয়েছি।”

সেকথা উল্লেখ করে ক্রীড়ামন্ত্রী বিধানসভায় জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে জাতীয় স্তর-সহ আন্তজাতিক স্তরের খেলোয়ারদের পাশে থাকবে রাজ্য সরকার। ভাঙড়ের বিধায়ক নৌশাদ সিদ্দিকি ভাঙড়ের উদীয়মান ক্রীড়াবিদদের প্রশিক্ষণের জন্য অ্যাকাডেমি গঠনের কথা বললে মন্ত্রী অরূপ বিশ্বাস জানান সব জায়গায় অ্যাকাডেমি সম্ভব নয়। তবে রাজ্য সরকার ক্রীড়াবিদদের স্বার্থে যথাযথ ব্যবস্থা করছে। তাদের থাকা,খাওয়া, প্রশিক্ষণেরও ব্যবস্থা করছে।

Latest article