পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রের সাহায্যের জন্য বসে থাকে না। রাজ্য সরকার নিজের দায়িত্বে পুনর্নির্মাণের কাজ শুরু করেছে। রবিবার উত্তরবঙ্গের উদ্দেশে রওনা দেওয়ার আগে বিমান বন্দর থেকে এই কথাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, ‘‘আমাকে একটা রিভিউ মিটিং করতে হবে। উত্তরবঙ্গের ক্ষতিগ্রস্ত এলাকায় পুনর্নির্মাণের কাজ শুরু হয়েছে। যাঁদের বাড়ি ক্ষতিগ্রস্ত, তাঁদের বাড়ি বানিয়ে দেওয়া হবে। ১ লক্ষ ২০ হাজার করে বরাদ্দ করা হয়েছে।’’
আরও পড়ুন-”কাউকে রেয়াত করা হবে না”, দুর্গাপুরকাণ্ড নিয়ে জিরো টলারেন্স নীতি স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী
তিনি জানিয়ে দিলেন, ”দুর্যোগকবলিত এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে। তাতে মানুষের অসুবিধা হবে না। রোহিণী এলাকাতে পুনর্নির্মাণের কাজ শুরু হয়েছে। মিরিকে যে সেতুটি ভেঙে পড়েছে, সেটি আর ৭-৮ দিনে মেরামত হয়ে যাবে। উত্তরবঙ্গে বিপর্যয়ে যাঁরা ভাল কাজ করেছেন, তাঁদের পুরস্কার দেওয়া হবে। আমায় একটা রিভিউ মিটিংও করতে হবে। বিপর্যয়ে অনেকের নথিপত্র নষ্ট হয়েছে। সে সব করিয়ে দিতে হবে। পাড়ায় সমাধানে সে ব্যবস্থা করা হবে।’’