প্রতিবেদন : ১৪ বছরের তৃণমূল সরকারের ‘উন্নয়নের পাঁচালি’ (Unnayaner Pachali) প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই ‘উন্নয়নের পাঁচালি’ রাজ্য জুড়ে তৃণমূলস্তরে মানুষের ঘরে-ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূল মহিলা কংগ্রেসকে। সেই লক্ষ্যেই মঙ্গলবার নজরুল মঞ্চে সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের আলোচনা সভা অনুষ্ঠিত হল। সভায় যোগ দেন মহিলা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব থেকে বিভিন্ন জেলার ব্লক-পঞ্চায়েত-পুরসভা স্তরের ৩,৫০০-এরও বেশি মহিলা তৃণমূল কর্মী-সমর্থকেরা। উপস্থিত ছিলেন মন্ত্রী ডাঃ শশী পাঁজা, সাবিনা ইয়াসমিন, বীরবাহা হাঁসদা, জ্যোৎস্না মান্ডি, সাংসদ মালা রায়, মিতালি বাগ, বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, অসীমা পাত্র, ফিরদৌসি বেগম, স্মিতা বক্সি, রত্না চট্টোপাধ্যায় প্রমুখ। আগামী একমাস জুড়ে গোটা রাজ্যে পাড়া বৈঠকের মাধ্যমে উন্নয়নের পাঁচালি ঘরে ঘরে পৌঁছে দেবে তৃণমূলের মহিলা শাখা।
আরও পড়ুন- বিধায়কের হাত ধরে রাম-বাম ছেড়ে তৃণমূলে

