প্রতিবেদন : শিল্পের জন্য বরাদ্দ জমির সদ্ব্যবহার নিশ্চিত করতে এবার অভিনব পদক্ষেপ নিল রাজ্য সরকার (West Bengal Government)। একদিকে শিল্পের জন্য জমি নিয়ে দীর্ঘদিন ফেলে রাখলে তা ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ পাশাপাশি প্রতিশ্রুত সময়ের মধ্যে দ্রুত শিল্পস্থাপন করলে লিজের জমির মালিকানা দেওয়া হবে সংশ্লিষ্ট সংস্থাকে৷ এই মর্মে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরোহিত্যে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
আরও পড়ুন-গ্রামবাসীদের বিক্ষোভের মুখে কেন্দ্রীয় গ্রামীণমন্ত্রী
এই নিয়ে সরকারিভাবে কেউ কিছু না বললেও প্রশাসনিক সূত্রে খবর, শিল্পের জমিজট কাটাতে এবং আয় বাড়াতে ১৯৫৫ সালের ভূমি আইন সংশোধন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার মন্ত্রিসভার বৈঠকে আইন সংশোধনের অনুমোদন দেওয়া হয়। বিধানসভার আসন্ন বাজেট অধিবেশনে, এই আইনের সংশোধনীর জন্য বিল পেশ করা হবে বলে খবর। প্রশাসন সূত্রে জানা গেছে, অনেকেই কারখানা গড়ার জন্য সরকারের কাছ থেকে নামমাত্র মূল্যে জমি লিজ নিয়ে কিছু না করেই ফেলে রেখেছে। এক্ষেত্রে রাজ্য সরকার (West Bengal Government) প্রস্তাব দেবে, লিজ নেওয়া এই জমি বাজার দরে কিনে নিয়ে কারখানা গড়ুক লিজ হোল্ডাররা। জমির মালিকানা দেওয়ার জন্য ভূমি আইন সংশোধনের মধ্যে জমির ঊর্ধ্বসীমা সংক্রান্ত ধারাটির পরিবর্তনও আনা হবে। সেক্ষেত্রে কীভাবে এই পরিবর্তন আনা যায় সেই বিষয়ে আইনি পরামর্শ নেওয়া হচ্ছে। লিজ হোল্ডারদের জমির মালিকানা অর্থাৎ ফ্রি হোল্ড দিলে জমি মাফিয়ারা যাতে কোনও সুযোগ নিতে না পারে তার জন্য বেশ কিছু শর্তও দেওয়া হবে। তার মধ্যে গুরুত্বপূর্ণ হবে—
সরকার যে কাজের জন্য জমি দিয়েছিল, জমির মালিকানা পাওয়ার পর সেই কাজই করতে হবে। অন্য কিছু করা যাবে না। প্রশাসন সূত্রে জানা গেছে, সরকার বিভিন্ন শিল্প গড়তে ৯৯ বছরের লিজ দেয়। এই জমিগুলিরই ফ্রি হোল্ড দিতে চাইছে রাজ্য সরকার। এ ক্ষেত্রে বাজার দরে লিজ হোল্ডাররা জমি কিনলে রাজ্য সরকারের আয় বাড়বে। শুধু তাই নয়, এই ভূমি আইন সংশোধন করতে পারলে আবাসন শিল্পেও অনেক সমস্যা মিটবে।
এদিকে স্থির হয়েছে নবান্নের বদলে পরবর্তী মন্ত্রিসভার বৈঠক হবে সল্টলেকের উন্নয়ন ভবনে। ৩০ তারিখ মন্ত্রিসভার বৈঠক শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বইমেলার উদ্বোধন করবেন। সেন্ট্রাল পার্কে ৪৬ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা ওই দিন থেকে শুরু হবে। উন্নয়ন ভবনে এই প্রথম রাজ্য মন্ত্রিসভার বৈঠক হতে চলেছে বলে নবান্ন সূত্রে খবর।