প্রশিক্ষিত নার্সের সংখ্যা বাড়াতে রাজ্য সরকার ১৬টি সরকারি হাসপাতালের পরিকাঠামোকে কাজে লাগিয়ে বেসরকারি নার্সিং ট্রেনিং (Nursing Training) কলেজ গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। বেসরকারি নার্সিং কলেজ গড়ে তোলার উপযুক্ত পরিকাঠামো রয়েছে জেলা স্তরে এমন হাসপাতালকে চিহ্নিত করার জন্য স্বাস্থ্য দফতর জেলা থেকে রিপোর্ট তলব করেছে। সেই রিপোর্ট অনুযায়ী যে ১৬টি সরকারি হাসপাতালের নাম প্রস্তাব করা হয়েছে যেখানে ৬০ থেকে ৮০টি আসনের নার্সিং কলেজ খোলা যাবে। সেগুলি হলো — ফুলবাগানের বিসি রায় শিশু হাসপাতাল, শিলিগুড়ি জেলা হাসপাতাল এবং শ্রীরামপুর ওয়ালস, গঙ্গারামপুর, ছাতনা, বনগাঁ, কালনা, ইসলামপুর, বারুইপুর, মালবাজার, ফালাকাটা, বড়জোড়া, গোপীবল্লভপুর, শালবনি, ডেবরা ও হলদিয়া সুপার স্পেশালিটি হাসপাতাল।
আরও পড়ুন- কুণালের মামলায় শিশিরকে সমন
আগামী ২৪ জানুয়ারি ওই হাসপাতাল গুলিতে নার্সিং ট্রেনিং (Nursing Training) কলেজ গড়ে তোলার জন্য আগ্রহী বেসরকারি সংস্থার কাজ থেকে দরপত্র আহ্বানের প্রক্রিয়া শুরু হবে। তার আগে ১৮ জানুয়ারি আগ্রহী সংস্থাগুলিকে স্বাস্থ্যভবনে আলোচনার জন্য ডাকা হয়েছে। আপাতত স্থির হয়েছে, প্রথমে এককালীন ১০ বছর এবং পরে বড় জোর তিনটি নবীকরণের মাধ্যমে সর্বোচ্চ ৩৩ বছর এ ভাবে বেসরকারি সংস্থা ভাড়ায় নার্সিং কলেজ চালাতে পারবে। এতে সরকারি হাসপাতালের পরিষেবার বহর ও মান, দু’য়েরই উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।