প্রতিবেদন : রাজ্যপালের (Governor CV Ananda Bose) এক্তিয়ার-বহির্ভূত পদক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়ে এবার সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য। রাজ্যপাল উচ্চশিক্ষায় নজিরবিহীনভাবে হস্তক্ষেপ করছেন বলে তাঁর দিকে সরাসরি আঙুল তুলেছেন শিক্ষামন্ত্রী (Education Minister Bratya Basu)। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি এই ধরনের কাজকর্ম করতে পারেন কিনা সেটা জানতেই আমরা শীর্ষ আদালতে যাচ্ছি। সোমবার বিধাননগরে মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাঁর নিযুক্ত ১৭টি বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তীকালীন উপাচার্যদের সঙ্গে এক বৈঠক করেন সি ভি আনন্দ বোস। সেখানে তিনি বলেন, অধ্যাপক নিয়োগের জন্য রাজ্যের বাইরে থেকে বিশেষজ্ঞ নিয়ে আসা হবে। রাজ্যপালের এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানান শিক্ষামন্ত্রী। ব্রাত্য বসুর (Education Minister Bratya Basu) কথায়, রাজ্যের উচ্চশিক্ষায় রাজভবন থেকে নজিরবিহীন হস্তক্ষেপ হচ্ছে। তাই আদালতে যাচ্ছি। আমরা তো কোনও বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা তৈরি করতে চাই না। কিন্তু স্বৈরাচার বন্ধ হওয়া দরকার। এটা উনি ক্রমাগত করে যাচ্ছেন। কী পাচ্ছেন জানি না। এটা বন্ধ হোক। একটা নির্বাচিত রাজ্য সরকার কিংবা শিক্ষা দফতরকে বাদ দিয়ে তিনি এটা করতে পারেন কিনা সেটা জানতেই শীর্ষ আদালতে যাচ্ছি। নিশ্চয়ই সদুত্তর পাব।
আরও পড়ুন-এমএসএমই ক্যাম্পে সংখ্যালঘু দফতর