৩০৬ রানে জয় মনোজদের, ৩৩ বছর পর ইডেনে ফের ট্রফির হাতছানি

রঞ্জি ফাইনালে বাংলা বনাম সৌরাষ্ট্র

Must read

প্রতিবেদন : মধ্যপ্রদেশকে সরাসরি হারিয়েই দুই মরশুম পর আবার রঞ্জি ট্রফির ফাইনালে বাংলা (Ranji Final- West Bengal)। মনোজ তিওয়ারিরা জিতলেন ৩০৬ রানে। রঞ্জিতে পঞ্চম বৃহত্তম জয় বাংলার।
চন্দ্রকান্ত পণ্ডিতের দলের কাছে হেরেই গতবার সেমিফাইনালেই স্বপ্নভঙ্গ হয়েছিল শাহবাজ আহমেদদের। এবার সেই রঞ্জির (Ranji Final- West Bengal) শেষ চারের লড়াই জিতেই মধুর প্রতিশোধ বঙ্গ ব্রিগেডের। ফাইনালে আরও এক বদলার সুযোগ। ইডেন গার্ডেন্সে ঘরের মাঠে এবার মনোজ, শাহবাজ আহমেদদের খেলতে হবে সৌরাষ্ট্রের (Saurashtra) বিরুদ্ধে। যারা এদিন কর্নাটককে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে উঠল। সৌরাষ্ট্রের শক্তি বাড়িয়ে ফিরছেন জয়দেব উনাদকাট। তিন বছর আগে রাজকোটের রঞ্জি ফাইনালে উনাদকটদের কাছে হেরেই স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল বাংলার। এবার তাদের জবাব দিয়ে ৩৩ বছরের রঞ্জি জয়ের খরা কাটানোর সুযোগ মনোজদের কাছে।

ইন্দোরে রবিবার সেমিফাইনালের পঞ্চম তথা শেষ দিন বাংলার দ্বিতীয় ইনিংস থামে আগের দিনের স্কোর ২৭৯ রানেই। ফলে শেষ দিন ৫৪৮ রানের বিশাল স্কোর তাড়া করা অসম্ভব ছিল। রজত পতিদারদের ২৪১ রানে গুটিয়ে দিয়ে ৩০৬ রানের বিশাল জয় পায় বাংলা। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে বাংলার সফল বোলার বাঁ-হাতি স্পিনার প্রদীপ্ত প্রামাণিক। ৫১ রানে ৫ উইকেট নেন বঙ্গ স্পিনার। প্রথম ইনিংসে দুর্দান্ত বল করে ৫ উইকেট নেওয়া বাংলার পেসার আকাশ দীপ হয়েছেন ম্যাচের সেরা।

আরও পড়ুন-ফের হার ইস্টবেঙ্গলের

এই নিয়ে ১৫ বার রঞ্জি ফাইনালে উঠল বাংলা। এর আগে ১৪ বার ফাইনালে উঠলেও বাংলা চ্যাম্পিয়ন হয়েছে মাত্র দু’বার। বাকি ১২ বারই রানার্স। অতীত মাথায় রেখেই বাংলা শিবিরে বাড়তি উচ্ছ্বাস নেই। ৩৩ বছর আগে বাংলার শেষ রঞ্জি ট্রফি জয় ইডেন গার্ডেন্সেই। তাই ঘরের মাঠে ফাইনাল খেলার জন্য মুখিয়ে আছে লক্ষ্মীরতন শুক্লার দল। অধিনায়ক মনোজ বললেন, ‘‘আমরা আনন্দ করার মতো এখনও কিছু করিনি। এটা আরও একটা ম্যাচ জয়। আমাদের লক্ষ্য রঞ্জি ট্রফি জয়। ড্রেসিংরুমের পরিবেশ দারুণ। ঘরের মাঠে ফাইনাল খেলার জন্য মুখিয়ে আছে দল।’’

Latest article