শ্রমদিবস সৃষ্টিতে দ্বিতীয় বাংলা

Must read

প্রতিবেদন : চলতি আর্থিক বছরে শ্রমদিবস (Labor Day) সৃষ্টির নিরিখে ১০০ দিনের কাজে দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ (West Bengal)। বুধবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে একথা জানালেন পঞ্চায়েতমন্ত্রী পুলক রায়। তিনি জানান, চলতি ২০২১-২২ অর্থবর্ষের ৭ মার্চ পর্যন্ত তৈরি হয়েছে ৩৩ কোটি ৯৪ লক্ষ ৫৯ হাজার ১৪৬টি শ্রম দিবস। এবিষয়ে কেন্দ্রের কাছে ৩৫ কোটি শ্রমদিবসের (Labor Day) অনুমোদন চাওয়া হয়েছিল। কিন্তু কেন্দ্র অনুমোদন করেছে মাত্র ২৭ কোটি। তবে সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গিয়েছে রাজ্য।

আরও পড়ুন-লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক জনমুখী প্রকল্প:  বিধানসভায় উন্নয়নের খতিয়ান মুখ্যমন্ত্রীর

আগামী ২০২২-২৩ অর্থবর্ষের জন্য ৩৩ কোটি শ্রমদিবসের (Labor Day) অনুমোদন চাওয়া হয়েছে। ২০২০-২১ আর্থিক বছরে রাজ্যে (West Bengal) ৩৬ কোটি শ্রমদিবস তৈরি করার মাধ্যমে এক কোটিরও বেশি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে একশো দিনের কাজ প্রকল্পে গোটা দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করে পশ্চিমবঙ্গ। পাশাপাশি করোনা অতিমারির প্রথম ঢেউয়ে কাজ হারানো পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াতেও এই প্রকল্পকে কাজে লাগিয়েছিল সরকার। যার মাধ্যমে প্রায় সাড়ে ছয় লক্ষ পরিযায়ী শ্রমিককে কাজের সুযোগ করে দেওয়া হয়। চলতি বছরে যাতে আরও বেশি সংখ্যক মানুষকে এই প্রকল্পের মাধ্যমে কাজের সুযোগ করে দেওয়া যায় সেজন্য কেন্দ্রীয় সরকারের কাছে বরাদ্দ বাড়ানোর দাবি জানানো হবে।

 

Latest article