প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল (WBJEE Result 2023)। ২৬ দিনের মাথায় ফলপ্রকাশ। পশ্চিমবঙ্গে জয়েন্টে প্রথম হলেন মহম্মদ সাহিল আখতার। দ্বিতীয় স্থানে রয়েছেন সোহম দাস। প্রথম ও দ্বিতীয়, দু’জনেই দিল্লি পাবলিক স্কুল, রুবি পার্কের ছাত্র।রাজ্য জয়েন্টে তৃতীয় হয়েছেন বাঁকুড়ার সারা মুখোপাধ্যায়।
পড়ুয়ারা নিজের র্যাঙ্ক কার্ড ৪টে থেকে দেখতে পারবেন বোর্ডের ওয়েবসাইটে গিয়ে। চলতি বছর জয়েন্টের পরীক্ষা হয়েছিল ৩০ এপ্রিল। প্রায় ৯৮ হাজার পরীক্ষার্থী রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স (WBJEE Result 2023) পরীক্ষা দিয়েছিলেন। তিনি বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের পড়ুয়া। সারা উচ্চ মাধ্যমিক বোর্ডের ছাত্রী। চতুর্থ হয়েছেন সৌহার্দ্য দণ্ডপাট। তিনি মেদিনীপুর কলেজিয়েট স্কুলের ছাত্র। পঞ্চম হয়েছেন অয়ন গোস্বামী। তিনি দুর্গাপুরের হেমশীলা মডেল স্কুলের ছাত্রী। সিবিএসই বোর্ডের। ষষ্ঠ হয়েছেন অরিত্র অম্বুধ দত্ত। সোদপুরের নারায়ণা স্কুলের। সিবিএসই বোর্ডের ছাত্র। সপ্তম হয়েছেন কিন্তন সাহা। রাজস্থানের মা ভারতী স্কুলের ছাত্র। অষ্টম হয়েছেম সাগ্নিক নন্দী। বাঁকুড়া জেলা স্কুলের ছাত্রী। উচ্চ মাধ্যমিক বোর্ডের। নবম হয়েছেন রক্তিম কুণ্ডু। রাজস্থানের দিশা ডেলফি পাবলিক স্কুলের ছাত্র তিনি। জয়েন্টে দশম শ্রীরাজ চন্দ্র। কাটোয়াক হোলি এঞ্জেল স্কুলের ছাত্র। আইএসসি বোর্ডের তিনি।
আরও পড়ুন: চর্চায় আকাশ, নজরে শুভমন-রশিদ, জিতলেই সামনে চেন্নাই
জয়েন্টে সফল পড়ুয়াদের মধ্যে ৫১ হাজার ৩৪৫ জন উচ্চ মাধ্যমিক বোর্ডের। আইএসসি পরীক্ষার্থী ২ হাজার ১৪২ জন। সিবিএসই পরীক্ষার্থী ২৮ হাজার ২৭ জন। বাকি বোর্ড থেকে জয়েন্ট দিয়েছিলেন ১৫ হাজার ৩৯২ জন। চলতি বছর জয়েন্ট পরীক্ষার্থীর সংখ্যা ১ লক্ষ ২৬ হাজার ৯১৬। পরীক্ষায় বসেছিলেন ৯৭ হাজার ৯২৪ জন। সফল ৯৬ হাজার ৯১৩ জন। গত বছর সংখ্যাটা ছিল ১ লক্ষ ১ হাজার ৪১৩।
একনজরে দেখে নেওয়া যাক কে কত নম্বর স্থানে রয়েছেন
প্রথম স্থান:
মহম্মদ সাহিল আখতার, ডিপিএস রুবি পার্ক (কলকাতা)।
দ্বিতীয় স্থান:
সোহম দাস,ডিপিএস রুবি পার্ক (কলকাতা)।
তৃতীয় স্থান:
সারা মুখোপাধ্যায়, বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়।
চতুর্থ স্থান:
সৌহার্দ্য দন্ডপাত, মেদিনীপুর কলেজিয়েট স্কুল।
পঞ্চম স্থান:
অয়ন গোস্বামী, হেমশিলা মডেল স্কুল, দুর্গাপুর।
ষষ্ঠ স্থান:
অরিত্র ওম্বুধ দত্ত, নারায়ণ স্কুল, সোদপুর।
সপ্তম স্থান:
কিন্তন সাহা, মা ভারতী সিনিয়র সেকেন্ডারি স্কুল, কোটা, রাজস্থান।
অষ্টম স্থান:
সাগ্নিক নন্দী, বাঁকুড়া জেলা স্কুল।
নবম স্থান:
রক্তিম কুণ্ডু, দিশা ডেলফি পাব্লিক স্কুল, কোটা, রাজস্থান।
দশম স্থান:
শ্রীরাজ চন্দ্র, হোলি এঞ্জেলস স্কুল, কাটোয়া।
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…