কোভিড টিকাকরণে রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ।রাজ্য স্বাস্থ্য দফতর দ্রুততম ১ কোটি ডোজ দিল। বাংলায় প্রথম ১ কোটি ডোজ দেওয়া হয়েছিল ১০৫ দিনে। এবার সেই ১ কোটির নিরিখে পঞ্চম পর্যায় এল মাত্র ১৮দিনে। ফলে করোনা টিকাকরণে বাংলায় স্মরণীয় হয়ে রইল ১৮ সেপ্টেম্বর। কোভিড টিকাকরণে এই দিনে একাধিক রেকর্ড করল পশ্চিমবঙ্গ। একদিনে ১৩ লক্ষের বেশি টিকা দিয়ে দেশের মধ্যে নতুন নজির গড়েছে বাংলা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুসারে, ১৮ বছরের ঊর্ধ্ব জনসংখ্যা ৭ কোটি ২৬ লক্ষ। সেই হিসেব ধরেই সাড়ে ৩ কোটির বেশি অর্থাৎ অর্ধেক রাজ্যবাসীর প্রথম ডোজ পাওয়ার লক্ষ্যমাত্রাও পূরণ করেছে রাজ্য।
আরও পড়ুন- সুচিত্রা মিত্রের জন্মদিবসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিনম্র শ্রদ্ধাজ্ঞাপন
রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর, তৃতীয় ঢেউ আসার আশঙ্কাতে মুখ্যমন্ত্রীর প্রধান লক্ষ্য ছিল গ্রামীণ এলাকায় যত বেশি সম্ভব টিকাকরণ। সেপ্টেম্বর মাসে এখনও পর্যন্ত গ্রামীণ এলাকায় শহরাঞ্চলের তুলনায় বেশি টিকাকরণ হচ্ছে। স্বাস্থ্য দফতরের তথ্য বলছে, ১-১৬ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের শহরাঞ্চলে ৩২ লক্ষ ডোজ টিকাকরণ হয়েছে, সেখানে গ্রামীণ এলাকায় টিকা দেওয়া হয়েছে ৪৪ লক্ষ ডোজ।
আরও পড়ুন-ভবানীপুর ঘরের মেয়েকেই চায়
দ্রুততম ১ কোটি ডোজ (মাত্র ১৮দিনে) দেওয়ার খবরে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মাইলস্টোনের জন্য ঘনিষ্ঠমহলে তিনি স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম সহ সংশ্লিষ্টদের প্রশংসা করেন। রাজ্যের এই সাফল্যের কথা ক্যাবিনেট সচিব রাজীব গৌবাকে জানিয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদি।