বাণিজ্য মেলায় নজরে পশ্চিমবঙ্গ প্যাভিলিয়ন

এদিন পশ্চিমবঙ্গ প্যাভিলিয়নের উদ্বোধন করেন রাজ্যের রেসিডেন্ট কমিশনার উজ্জ্বয়িনী দত্ত৷ ২৭ নভেম্বর পর্যন্ত চলবে এই ভারত আন্তর্জাতিক বাণিজ্য মেলা৷

Must read

প্রতিবেদন : শুরু হয়ে গেল ভারত আন্তর্জাতিক বাণিজ্য মেলা৷ দিল্লির ভারত মণ্ডপম-এ আয়োজিত এবারের মেলায় প্রতিবারের মতোই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকছে পশ্চিমবঙ্গ প্যাভিলিয়ন৷ বাংলার আদি সংস্কৃতির উপরে ভিত্তি করে তৈরি এবারের পশ্চিমবঙ্গ প্যাভিলিয়নের আয়তন ৩০৪ বর্গ মিটার৷ এরই মধ্যে রাজ্যের শিল্প সংস্কৃতি, পর্যটন, শিল্প, গ্রামোন্নয়ন, আদিবাসী উন্নয়ন, স্বনির্ভর গোষ্ঠীর কাজকর্মকে তুলে ধরা হয়েছে সুনিপুণভাবে৷ ভারত মণ্ডপমের প্রথম তলে থাকা পশ্চিমবঙ্গ প্যাভিলিয়নে বিশেষ গুরুত্ব পেয়েছে পুজো কার্নিভাল, দার্জিলিং, কন্যাশ্রী এবং অবশ্যই লক্ষ্মীর ভাণ্ডার৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সম্পর্কে এখন গোটা দেশের জনতার আগ্রহ প্রচুর৷

আরও পড়ুন-আর জি করে সার্জারি বিল্ডিংয়ের ৩ নম্বর ওটির ফলস সিলিং ভেঙে বিপত্তি

পশ্চিমবঙ্গ প্যাভিলিয়নের ভিতরের দেওয়ালে আছে টেরাকোটার মুখোশ৷ প্যাভিলিয়নের মধ্যে থাকা স্টলগুলির মাধ্যমে বাংলার বিভিন্ন প্রান্তের শিল্পসম্ভার, হাতের কাজের জিনিসকে তুলে ধরা হচ্ছে মেলায় আগত দর্শনার্থীদের জন্য৷ এর মধ্যে আছে বালুচরি শাড়ি, নকশি কাঁথা ও শান্তিনিকেতনি ব্যাগ৷ সঙ্গে থাকছে জিভে-জল- আনা মালদার ক্ষীরকদম, রসগোল্লা এবং অবশ্যই দার্জিলিংয়ের মন ভরানো চা৷ আর সুরের ছন্দে মন মাতানোর জন্য থাকছে লাইভ বাউল গান ও ছৌ নাচ৷ অন্যান্য বারের মতো এবারেও পশ্চিমবঙ্গ প্যাভিলিয়নের প্রতি মেলায় জনতার আকর্ষণ দেখা যাচ্ছে প্রথম দিন থেকেই৷ এদিন পশ্চিমবঙ্গ প্যাভিলিয়নের উদ্বোধন করেন রাজ্যের রেসিডেন্ট কমিশনার উজ্জ্বয়িনী দত্ত৷ ২৭ নভেম্বর পর্যন্ত চলবে এই ভারত আন্তর্জাতিক বাণিজ্য মেলা৷ তার মধ্যে ২৬ নভেম্বর মেলায় মহাধুমধামে পালিত হবে পশ্চিমবঙ্গ দিবস৷

Latest article