পুজোয় রাজ্য পুলিশের বিশেষ অ্যাপ ‘সবার পুজো’

Must read

প্রতিবেদন : পুজোর আনন্দে রাজ্যবাসীর সুবিধার্থে এবার বিশেষ অ্যাপ আনল রাজ্য পুলিশ। দুর্গাপুজোর ক’টা দিন ঠাকুর দেখা থেকে শুরু করে আপৎকালীন পরিষেবা পাওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষের যাতে কোনওরকম অসুবিধা না হয়, তা নিশ্চিত করতে ‘সবার পুজো’ (sabar puja app) নামে নতুন অ্যাপ এনেছে রাজ্য পুলিশ। কলকাতা শহরের হাজার হাজার নামী পুজো প্যান্ডেলের হদিশ দেওয়ার জন্য একাধিক অ্যাপ রয়েছে। কিন্তু শহরতলি ও রাজ্যের অন্যান্য শহরগুলির পুজো-প্যান্ডেলের খোঁজ-খবর দেওয়ার মতো নির্দিষ্ট প্ল্যাটফর্মের অভাব ছিল এতদিন। এবার রাজ্য পুলিশের ‘সবার পুজো’ অ্যাপ (sabar puja app) একাই বিধাননগর, বারাকপুর, হাওড়া, আসানসোল, দুর্গাপুর, শিলিগুড়ি, চন্দননগর, পূর্ব বর্ধমান, বারুইপুর এবং ডায়মন্ড হারবার এলাকার সমস্ত নামকরা পুজোর ঠিকানা বলে দেবে। তার সঙ্গে থাকবে আপৎকালীন পরিষেবা পাওয়ার জন্য যোগাযোগের ব্যবস্থা। থাকবে কখন কোন রাস্তায় যানজট রয়েছে, কোথায় কোথায় শৌচালয় রয়েছে, কোথায় গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে ইত্যাদি আরও অনেক কিছু। সমাজমাধ্যমে রাজ্য পুলিশের তরফে এই অ্যাপের লিঙ্ক শেয়ার করা হয়েছে।

আরও পড়ুন- বাংলার ১১৪ পুজোকে বিশ্ববাংলা শারদ সম্মান

Latest article