সৌমেন্দু দে, মুরারই : হরিয়ানার (Haryana) তিন যুবক আসলাম শেখ, মহঃ আজহারউদ্দিন, তাসবের হুসেনকে গ্রেফতার করে এটিএম জালিয়াতি-কাণ্ডে বড়সড় সাফল্য পেল বীরভূমের (Birbhum) মুরারই থানার পুলিশ (West Bengal Police)। শুক্রবার রাতে এটিএম লুট করতে এসে হাতেনাতে ধরা পড়ে এই তিন দুষ্কৃতী। ধৃতদের কাছ থেকে বেশ কয়েকটি ব্যাঙ্কের এটিএম কার্ড, একটি পাইপগান, এক রাউন্ড গুলি এবং কিছু ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে। বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী (Police Super Nagendranath Tripathi) জানান, গত কয়েকদিন ধরেই পুলিশের কাছে খবর আসছিল এলাকায় এটিএম জালিয়াতির বিষয়ে। মুরারই থানার পুলিশ তদন্তে নামায় বেশ কিছু তথ্য তাদের হাতে আসে। শুরু হয় নাকা চেকিং, মুরারইয়ে ঢোকার মূল রাস্তাগুলোর মুখে জোরদার তল্লাশি অভিযান শুরু হয়। তাতেই সাফল্য মিলল। হরিয়ানার নম্বর প্লেট লাগানো একটি দামি বিলাসবহুল গাড়ি আটকিয়ে এটিএম থেকে টাকা হাতানোর হরিয়ানার এই গ্যাংটিকে গ্রেফতার করে মুরারই পুলিশ (West Bengal Police)। তদন্তে নেমে প্রথমেই পুলিশ এটিএম কাউন্টারের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। কথা বলে এলাকার বেশ কিছু মানুষের সঙ্গে।
আরও পড়ুন-পুরভোটের দিকে তাকিয়ে গঠিত বুথ কমিটি
জানা যায়, হরিয়ানার নম্বর লাগানো ওই সাদা রংয়ের একটি বিলাসবহুল গাড়িটির কথা। তাতে ঘুরে বেড়ানো তিন যুবকের কথাও জানতে পারে পুলিশ। এর পরই নিজেদের সোর্স লাগিয়ে গাড়িটির খোঁজ শুরু করে তারা। এটিএম থেকে টাকা লোপাটের জন্য সাধারণত মাসের প্রথম সপ্তাহকে বেছে নেয় অপরাধীরা, এই বিষয়টিকে গুরুত্ব দেয়। কেননা সে সময় সাধারণ মানুষ প্রয়োজনে বেশি টাকা তোলেন বলে এটিএম (ATM) মেশিনগুলোতেও কয়েক লক্ষ টাকা ভরে রাখে ব্যাঙ্কগুলো। তাই নাকা চেকিংয়ের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ বিভিন্ন এটিএমের সামনে কড়া নজরদারি চালু রাখে। মুরারই থানার পুলিশের দাবি, তাদের ভাবনা যে অমূলক নয়, সেটা ধরা পড়া এই গ্যাংটিই প্রমাণ করল। শুক্রবার রাতে এরা ফের মুরারই আসে এটিএম লুঠ করতে। কিন্তু এবার পুলিশ আগে থেকেই প্রস্তুত ছিল, তাদের কড়া নজরদারি এড়িয়ে এটিএম জালিয়াতি করা আর সম্ভব হল না। হরিয়ানা গ্যাংয়ের তিন নাটের গুরুর ঠাঁই হল শ্রীঘরে।