করোনা পরিস্থিতি নিয়ে বুধবার হতে চলেছে জরুরি বৈঠক। মুখ্যসচিব দুপুর বারোটা থেকে জরুরি বৈঠক ডেকেছেন। রাজ্যে সব মেডিকেল কলেজের প্রিন্সিপালদের বৈঠকে উপস্থিত থাকার কথা বলা হয়েছে। সব জেলার মুখ্যস্বাস্থ্য আধিকারিকদের থাকতে বলা হয়। রাজ্যের তরফে করোনা পরিস্থিতি নিয়ে বিশেষ কিছু নির্দেশ দেওয়া হতে পারে এই বৈঠকে বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন-মালিহাটির প্রধান-উপপ্রধানের সঙ্গে আলোচনা তৃণমূল নেতৃত্বের
আগামীকাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীর বৈঠক বসতে চলেছে সব রাজ্যের সঙ্গে। তারপরেই রাজ্য বসবে বৈঠকে বলেই জানা গিয়েছে। তৃণমূল কংগ্রেসের টুইট বার্তায় এর মধ্যেই জানানো হয়, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে বাংলা কোভিড-১৯ ক্ষেত্রে যেকোনও উত্থানের মুখোমুখি হতে প্রস্তুত। ৬-দফা এজেন্ডা জিনোমিক নজরদারি, অক্সিজেন সরবরাহের ক্ষমতা, পরীক্ষা এবং জরুরী প্রতিক্রিয়ার উপর দৃষ্টি রয়েছে। বাংলার বাসিন্দাদের নিরাপত্তা GoWB-এর অগ্রাধিকার!’
Under the leadership of Hon’ble CM Smt @MamataOfficial, Bengal is prepared to face any surge in COVID-19 cases head-on.
The 6-point Agenda focuses on genomic surveillance, oxygen capacity, testing and emergency responses.
Safety of Bengal’s residents is GoWB’s priority! pic.twitter.com/B9rr9L1xDo
— All India Trinamool Congress (@AITCofficial) December 26, 2022